বাংলাহান্ট ডেস্ক : দুর্গা পুজো মণ্ডপে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দশমীর রাতে এই ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মুর্শিদাবাদের কান্দি পুরসভায় এই ঘটনা ঘটেছে গতকাল। অভিযোগ মণ্ডপ ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয়েছে ক্লাবের সদস্যদের। এমনকি পুরসভার নির্দল কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনার অভিযোগও সামনে এসেছে।
এই ঘটনায় অভিযোগের তীর পাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর দিকে। এই ঘটনায় সংঘর্ষ বাঁধে দুটি গোষ্ঠীর মধ্যে। ১০ থেকে ১২ জন আহত হয়েছেন এই ঘটনায়। অভিযোগ এই গোটা ঘটনার নেতৃত্ব দিয়েছেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী নীলকান্ত কৈবর্ত ও ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ।
আরোও পড়ুন : পাত্তা পেল না বিয়ার, হুইস্কি! পুজোয় হিট দেশী, এই জেলাতে বিক্রি ৩০ কোটির বাংলা
অভিযোগ এনারা দশমীর দিন রাতে হামলা চালান কান্দি শহরে ঘোষপাড়া এলাকার হরিবাসর ক্লাবের পুজো মণ্ডপে। পুজো মণ্ডপ ভাঙচুর করার পাশাপাশি ক্লাবের সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এরপর সংঘর্ষ বাঁধে দুপক্ষের। কান্দি ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর গুরুপ্রসাদ মুখার্জির বাড়িতে এরপর চড়াও হয় তৃণমূল কর্মীরা।
এই ঘটনায় পুজো কর্তৃপক্ষ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। অভিযোগ পুলিশের সামনে ঘটেছে একের পর এক হামলার ঘটনা। এই ঘটনায় ১০ জন কমপক্ষে আহত হয়েছেন বলে খবর। একাধিক ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। যদিও তৃণমূল কাউন্সিলর দাবি করেছেন এই ঘটনার সাথে যোগ নেই রাজনীতির। এই সংঘর্ষ দুটি পাড়ার।