উন্নতি হচ্ছে সম্পর্কের! ভারতে আসতে পারবেন কানাডিয়ানরা, ফের চালু ভিসা! তবে রয়েছে শর্ত

বাংলা হান্ট ডেস্ক: কানাডার (Canada) নাগরিকদের জন্য পুনরায় ভিসা (Visa) পরিষেবা চালু করছে ভারত (India)। প্রায় একমাস ভিসা বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে এখনই সকলকে নয়, নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরিতে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে হাই কমিশন সূত্রে খবর।

বুধবার কানাডার ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হয় নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত চারটি ক্ষেত্রে ভিসার অনুমতি দেওয়া হচ্ছে। সেগুলি হল: এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা, মেডিক্যাল ভিসা এবং কনফারেন্স ভিসা।

উল্লেখ্য, খলিস্তান ইস্যুতে ভারত-কানাডার মধ্যে ব্যাপক মতানৈক্যের সৃষ্টি। গত এক মাসে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক উন্নত করার জন্য রবিবার আহ্বান জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। যদিও সেই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেন তিনি। দিল্লির বিষয়ে কানাডিয়ান কূটনীতিকরা হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেন। আর এই পরিস্থিতিতেই আংশিকভাবে বিশেষ চারটি ক্ষেত্রে কানাডিয়ানদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করল নয়াদিল্লি।

modi trudeauu

প্রসঙ্গত, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারত-কানাডা দ্বন্দ্ব-চরমে ওঠে। কানাডার তরফে দাবি করা হয়, ওই খলিস্তানি জঙ্গির হত্যার পিছনে ভারতের হাত রয়েছে। ভারতীয় কূটনীতিককে কানাডা ছাড়ার নির্দেশ দেওয়া হয় ওই দেশের তরফে। এরপরেই গত ২১ সেপ্টেম্বর আচমকা কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের তরফে। তবে এবার সেই পরিষেবা আংশিকভাবে চালু করা হচ্ছে। যার ফলে বরফ কিছুটা গলছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

Monojit

সম্পর্কিত খবর