মধ্যপ্রদেশে ভোটের প্রচারে নকল যোগী আদিত্যনাথ! ধরা পড়তেই তুলকালাম, ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সামনেই ভোট। কিন্তু তার আগে সেখানে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ওই রাজ্যে ভোটে লড়ার জন্য মনোনয়ন জমা দিলেন যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) মতো দেখতে এক ব্যক্তি। হুবহু যোগীর মতো দেখতে এই ব্যক্তির নাম দিলীপ জৈন (Dilip Jain)। বৃহস্পতিবার যখন ঢোল নিয়ে নির্বাচন কমিশনের অফিসে পৌঁছেছিলেন, তখন তিনি নকল যোগী হয়ে উঠেছেন। শুধু তাই নয়, এদিন ডুপ্লিকেট কমান্ডোও সঙ্গে নিয়েছিলেন তিনি।

দিলীপ জৈন নিওয়ারি জেলার পৃথ্বীপুর বিধানসভায় নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর আদর্শেই প্রভাবিত হয়ে দিলীপ জৈন তাঁর নাম যোগী দিলীপ নাথ নামে লেখেন। দেখার বিষয় হল যে এই ব্যক্তি, যিনি যোগীর পোশাকে মনোনয়ন জমা দিতে নির্বাচনী অফিসে পৌঁছেছিলেন, মুখ্যমন্ত্রী যোগীর মতো তাঁর নিরাপত্তার জন্য তার চারপাশে নিরাপত্তারক্ষীরাও মোতায়েন ছিলেন। দূর থেকে এসব দেখে মনে হবে খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই এসেছেন। ঢোল নিয়ে পৃথ্বীপুর নির্বাচনী অফিসে সবাইকে তাক লাগিয়ে দেন দিলীপ।

yogi

মনোনয়ন জমা দিতে এসে এদিন দিলীপ বলেন, ‘আমি কোনও দলের সঙ্গে যুক্ত নই। আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। রাজ্যে যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, জনগণের সহযোগিতায় তা দূর করতে কাজ করব। আমি নিজেও দুর্নীতির সমস্যায় ভুগছি। সবজি বিক্রেতাদের সমস্যা আছে, সমাধান করব। সবজির বাজার হোক বা পার্ক, শহর গড়ে তোলা হবে সবাই যাতে সুস্থ থাকে। ব্যবসায়ীর স্বার্থে কাজ করব। কৃষকরা যাতে সময়মতো সার ও বীজ পায় সেদিকে খেয়াল রাখা হবে। আমি প্রতিনিয়ত শহর ভ্রমণ করছি, জনসাধারণের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছি।’

Monojit

সম্পর্কিত খবর