বাংলা হান্ট ডেস্ক : গত বৃহস্পতিবার ম্যারাথন তল্লাশির পর ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তার সল্টলেকের দুটি বাড়ি এবং আমহার্স্ট স্ট্রিটের পৈতৃক বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার এই ইডির এই অভিযানকে নিয়ে বড় মন্তব্য করলেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। রীতিমত কটাক্ষই করলেন কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাকে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বারাসাতের পুজো কার্নিভালে উপস্থিত ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। সেখানেই তাকে জ্যোতিপ্রিয় মিত্রের গ্রেফতারি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ইডি পুজো টুজো করে না। করলে ভালো হত। ওরা বলে আমাদের এখানে না কি পুজো হয় না। এখানে এসে দেখছে এত পুজো হচ্ছে। সেই সুযোগটাই নেওয়ার চেষ্টা করছে। সেই কারণে ইডির পুজো দেওয়া উচিত।’
বারাসাতের বিধায়কের কথায়, ইডির এই অভিযান রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। এবং এটা যে নির্বাচন অবধি চলতে থাকবে সেই বিষয়েও তিনি বেশ নিশ্চিত। অভিনেতার কথায়, ‘অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে। নির্বাচন অবধি এটা চলবে। শুভেন্দুর কথাকে গুরুত্ব দিয়ে কোনও লাভ নেই। শুভেন্দু নিজে কী করবে বুঝে উঠতে পারছে না।’
আরও পড়ুন : ‘মুসলিম নামের কলঙ্ক’! বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতেই ধর্ম টেনে কটাক্ষ নুসরতকে
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গ্রেফতারির পর শুক্রবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় তার মুখে শোনা যায় চক্রান্তের কথায়। কালকেও গ্রেফতারির পর বালু (জ্যোতিপ্রিয় মল্লিক) বলেন, ‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এ টুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করল।’
আরও পড়ুন : জি বাংলায় আসছে নয়া ধামাকা! রাজ চক্রবর্তীর হাত ধরে ফিরছেন এই জনপ্রিয় জুটি
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে খবর, রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথী পাওয়া গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে। তথ্য মেলার পরেই বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের তরফ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি এখনও সামনে আসেনি।