হার মানবে পার্থ-অর্পিতাও! এবার শান্তিনিকেতনে খোঁজ মিলল জ্যোতিপ্রিয়র কয়েক কোটির বাড়ি

বাংলাহান্ট ডেস্ক : খাদ্য বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার শান্তিনিকেতনের সাথে পার্থ চট্টোপাধ্যায়ের পর যুক্ত হল জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। বোলপুরে সন্ধান পাওয়া গেল জ্যোতিপ্রিয় মল্লিকের একটি বিলাসবহুল বাড়ীর। এই বাড়িটির নাম দোতারা।

সূত্রের খবর এই বাড়িটি জ্যোতিপ্রিয় মল্লিক দেড় কোটি টাকা দিয়ে কিনেছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বোলপুরের এই বাড়িটি। জানা গেছে ২০১৭ সালে এই বাড়িটি প্রাক্তন খাদ্যমন্ত্রী দেড় কোটি টাকার বিনিময় কিনেছিলেন। এরপর এই বাড়ির পিছনে ব্যয় করা হয়েছে প্রায় ৮৫ লক্ষ টাকা।

আরোও পড়ুন : অ্যাকাউন্ট আছে প্রাইভেট ব্যাঙ্কে ? সাবধান! কড়া নির্দেশ দিল RBI, না জানলেই বিপদ

এই বাড়িটির বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা। পার্থ চট্টোপাধ্যায়ের ‘অপা’র পর জ্যোতিপ্রিয়র ‘দোতারা’ এখন শান্তিনিকেতনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রেশন দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে। এই মামলায় সম্প্রতি ইডি গ্রেপ্তার করে বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে।

jyotipriya mallick9

তারপরেই চর্চা শুরু হয় জ্যোতিপ্রিয়কে নিয়ে। এরপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বৃহস্পতিবার হানা দেয় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। তাকে একটানা ২১ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর গোয়েন্দারা আজ রাত ৩ টে বেজে ২২ মিনিট নাগাদ তাকে গ্রেফতার করেন। আজই জ্যোতিপ্রিয় মল্লিককে তোলা হবে আদালতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর