বাংলা হান্ট ডেস্কঃ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অনুব্রত মণ্ডলের ভাই (Brother of Anubrata Mondal)। খোদ ‘বীরভূমের বাঘ’ এর ভাইকে মেরে রক্তাক্ত করল দুষ্কৃতীরা। আক্রান্তের নাম সুমিত মণ্ডল। পেশায় তিনি শিক্ষক। কেষ্ট মণ্ডলের তুতো ভাই। বৃহস্পতিবার বোলপুরের নিচুপট্টির এই ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা জেলায়।
ঠিক কী ঘটেছিল? সুমিত মণ্ডলের অভিযোগ, গতকাল অনুব্রত বাড়ি সংলগ্ন বোলপুরের বাড়িপুকুরের কাছে মা দুর্গার বিসর্জন ছিল। সেখানেই বিসর্জনের শোভাযাত্রা থেকে বচসার জেরে তার ওপর ২ যুবক চড়াও হন। তাকে বেধড়ক মারধর করে এলাকারই ওই দুই যুবক।
আক্রান্তের দাবি, তার ওপর হামলার পর রক্তাক্ত অবস্থাতেই বোলপুর থানায় যান তিনি। থানায় গিয়ে লিখিত অভিযোগও দায়ের করেন। এরপরই তিনি পুলিশকে জানান তিনি অসুস্থ বোধ করছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। তবে অভিযোগ, রক্তাক্ত অবস্থায় থানার সামনে বেশ কিছুক্ষণ পড়ে থাকলেও পুলিশ হাসপাতালে নিয়ে যায়নি।
সুমিতবাবু জানান, পরে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা এসে তাকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, “বিসর্জনের সময় কামরুল আলি ও আকাশ কুণ্ডু নামের দুই স্থানীয় যুবক আমাকে আক্রমণ করে। মেরে মাথা ফাটিয়ে দেয়। আমি অনুব্রত মন্ডলের ভাই বলেই আক্রমণ করা হয়েছে। ওদিকে আমার দাদা জেলে তাই পুলিশও অসহযোগিতা করছে।”
আরও পড়ুন: কালো মেঘে ঢাকা আকাশ! আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়
রাজ্যের ‘দাপুটে’ নেতা অনুব্রত মণ্ডল। গত বছর আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বাংলা ছাড়িয়ে একসময় শাসকদলের হেভিওয়েট এই নেতার বর্তমান ঠিকানা হয়েছে দিল্লির তিহাড় জেল। সেখানেই মেয়ে সহ গারদবন্দি কেষ্ট। যেই মানুষের অনুমতি ছাড়া বীরভূমের গাছের একটি পাতাও নড়ত না বলে হাওয়ায় খবর ভাসত, সেখানে খোদ তার ভাইয়ের উপর এই হামলার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।