অল্পের জন্য রক্ষা পেলেন রোহিত শর্মা! বিশ্বকাপের মঞ্চে ভারত অধিনায়কের সম্মান বেঁচে গেল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানে এই মুহূর্তে বিশ্বকাপ (2023 ODI World Cup) কতটা জমজমাট ভাবে এগিয়ে চলেছে নিজের শেষ পর্বের দিকে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) এখনও অবধি সবচেয়ে বেশি ধারাবাহিকতা দেখাতে পেরেছে। একটি ম্যাচ হারলেও অসাধারণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে পরপর ম্যাচ হারলেও এখন নিজেদের পুরনো ছন্দ খুঁজে পেয়ে টানা ম্যাচ জিতে চলেছে ডেভিড ওয়ার্নার (David Warner), স্টিভ স্মিথদের অস্ট্রেলিয়া (Australia)।

আজ নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ক্যাঙ্গারুরা। চোট সারিয়ে আজ অস্ট্রেলিয়া দলে প্রত্যাবর্তন করেছেন তারকা অলরাউন্ডার ট্র‍্যাভিস হেড। আর প্রত্যাবর্তনের পরে তার বাড়ি থেকে এসেছে একটি অসাধারণ শতরান। ৬৭ বল খেলে দশটি চার এবং সাতটি ছক্কা সহ তিনি ১০৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে গিয়েছেন।

আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ২৮ বলে নিজের হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করে তিনিও এগোচ্ছিলেন নিজের শতরানের দিকে। কিন্তু ৩৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান ওপেনার শেষ পর্যন্ত নিজের শতরানটি পাননি। যদি আর ১৯ রান করতে পারতেন তাহলেই চলতি বিশ্বকাপে পরপর তিন ম্যাচে তিনটি শতরান করা হয়ে যেত তার।

warner wc

আরও পড়ুন: এই একটা কাজ করলে বিশ্বকাপ উঠবে রোহিতের ভারতীয় দলের হাতেই! পরামর্শ ধোনির

আর সেক্ষেত্রে তিনি ছুঁয়ে ফেলতেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি শত রানের রেকর্ডটি এখনো অবধি হিটম্যান রোহিতের নামের পাশেই রয়েছে। তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ করে এখনো পর্যন্ত সাতটি শতরান করেছেন রোহিত।

আরও পড়ুন: হার্দিক পান্ডিয়ার পরিবর্ত পেয়ে গেলেন রোহিত! পরের ম্যাচে এই নতুন বোলারই ম্যাচ জেতাবে ভারতকে

ডেভিড ওয়ার্নারের নামের পাশে রয়েছে ছয়টি শতরান। গত ম্যাচে অর্থাৎ নেদারল্যান্ডসের বিরুদ্ধেই তিনি স্পর্শ করে ফেলেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে। কিন্তু শেষ পর্যন্ত রোহিত শর্মার অত্যন্ত কাছে এসেও তাকে স্পর্শ করা হলো না ওয়ার্নারের। যদিও বিশ্বকাপে এখনো অনেক ম্যাচ বাকি রয়েছে এবং অস্ট্রেলিয়ান ওপেনারের পক্ষে আরেকটি শতরান করা অসম্ভব না-ও হতে পারে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর