অর্পিতা শুধু পার্থরই নয়, জ্যোতিপ্রিয়রও ঘনিষ্ঠ! বড়সড় সত্য উদঘাটন ইডির

বাংলা হান্ট ডেস্ক: জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) সঙ্গেও যোগ অর্পিতার (Arpita Mukherjee)! এমনটাই মনে করছে ইডি। কিন্তু কীভাবে? ইডি সূত্রে (ED) খবর, রেশন দুর্নীতির টাকাও বিনিয়োগ করা হয়েছিল সিনেমা তৈরির কাজে, প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রের খবর, ২০১৪ সালে একটি বাংলা সিনেমা প্রযোজনা করেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমান (Bakibur Rahaman), যিনি রেশন দুর্নীতি (Ration Scam) কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন। আর সেই সিনেমাতেই অভিনয় করেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।

সিনেমার পোস্টারে প্রযোজক হিসেবে বাকিবুরের নাম ছিল বলে জানতে পেরেছেন ইডির তদন্তকারীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ক্ষেত্রে খবর, ওই সিনেমাতে টলিউডের (Tollywood) বেশ কয়েকজন অভিনেতা এবং কলাকুশলীরা কাজ করেছিলেন। এমনকী, সিনেমার একটি ছোট দৃশ্যে দেখা গিয়েছিল বলিউডের এক অভিনেত্রীকেও।

এই সিনেমা করার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি চালানোর সময় তাঁকে এবং তাঁর স্ত্রী কন্যাকে তিনটি সংস্থার সঙ্গে যুক্ত থাকার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তদন্তকারীদের ধারণা, ওই তিনটি সংস্থার মাধ্যমে কালো টাকা লেনদেন হয়েছে।

bakibur ration scam

এবার রেশন দুর্নীতির সঙ্গে জুড়ে গেল সিনেমাও। এই নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু করেছে ইডি। এই চক্র অনেকটাই বড় বলে মনে করা হচ্ছে। রেশন দুর্নীতির কালো টাকা কোন কোন জায়গায় খরচ করা হয়েছে, কীভাবে সেই টাকা কাজে লাগানো হয়েছে তার তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে অর্পিতাকেও এই বিষয়ে জেরা করা হতে পারে।

Monojit

সম্পর্কিত খবর