বাংলা হান্ট ডেস্কঃ বালু নিয়ে তোলপাড় রাজ্য। সম্প্রতি রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) গ্রেফতার করেছে ইডি (Enforcement Directorates)। জ্যোতিপ্রিয়কে গ্রেফতারির পর থেকেই এমন এমন তথ্য তদন্তকারীদের হাতে উঠে আসছে যা দেখে মাথায় হাত পড়েছে তাদের।
ভুয়ো কোম্পানি, ভুয়ো রেশন কার্ড, কয়েকশো কোটি টাকার দুর্নীতির পাশাপাশি এবার সামনে আসছে এক ইউরোপের ফুটবলক্লাবের (Europe Football Club) ইস্যু। ইডি সূত্রে খবর, মন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যক্তি ইউরোপে একটি তৃতীয় ডিভিশন ফুটবল ক্লাবের শেয়ার কিনেছেন। কিন্তু কিভাবে পেলেন এই বিপুল পরিমাণ টাকা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার তদন্তে নেমেছে ইডি।
আর কী জানা যাচ্ছে? ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই মন্ত্রী ঘনিষ্ঠ ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। বেশ কিছু নথি-তথ্যও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা সেসব তথ্যের সূত্র ধরেই এই ক্লাবের বিষয়টি সামনে আসে। প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই মন্ত্রীর আপ্তসহায়ক সহ জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বেশ কিছুজনের বাড়িতে তল্লাশি চালায় ইডি।
আরও পড়ুন: কলকাতা হাইকোর্ট থেকে ১ বিচারপতিকে বদলি করে দেওয়া হচ্ছে! তবে নতুন করে যোগদান করবেন ৩ জন
সেই রকমই এক সন্দেহভাজনের বাড়ি থেকে বিদেশের একটি ফুটবল ক্লাবে লগ্নি সংক্রান্ত কাগজপত্র ইডির হাতে আসে। এরপরই নড়েচড়ে বসে ইডি। সূত্রের খবর মন্ত্রী ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে রাজি করিয়ে নিজের পছন্দের রাইস মিলকে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার কাজে হাত ছিল ওই ব্যক্তির। এর সেই সব রাইস মিলের মাধ্যমেই চাল বা আটার ওজনে চেয়ে কারচুপি করার পক্রিয়া চলত।
ইডি সূত্রে খবর, গত কয়েক বছরে বিপুল উত্থান হয় মন্ত্রী ঘনিষ্ঠ ওই ব্যক্তির। মাঝে মাঝেই ইউরোপ পাড়ি দিতেন তিনি। সেই সময়ই কয়েক কোটি টাকা দিয়ে বিদেশী ক্লাবের শেয়ার কেনেন তিনি। গোয়েন্দাদের ধারণা রেশন দুর্নীতির টাকা দিয়েই ওই এই বিনিয়োগ করা হয়েছিল।