বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় সুখবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, এবার সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Central Bank Of India) শুন্যপদের ভিত্তিতে নিয়োগ (Recruitment) করছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
মোট শূন্যপদের সংখ্যা: জানা গিয়েছে, মোট শূন্যপদের সংখ্যা হল ১ টি।
শূন্যপদের বিবরণ: এক্ষেত্রে, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে কাউন্সিলর এফএসিসি পদে কর্মী নিয়োগ করা হবে।
কোথায় হবে পোস্টিং: পাশাপাশি এটাও জানানো হয়েছে যে, উত্তর প্রদেশের ওউরাইরা জেলায় পোস্টিং হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে যাঁরা আবেদন করবেন, তাঁদের সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। তবে, জানিয়ে রাখি যে, গ্রামোন্নয়ন বিভাগ যেমন এগ্রিকালচার ফাইন্যান্স অফিসার, রুরাল ডেভেলপমেন্ট অফিসার এবং এগ্রিকালচার অফিসারদের আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন: সিঙ্গুর মামলা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত! ৭৬৬ কোটি টাকা টাটাকে ফেরত দেবে রাজ্য
বয়সসীমা: এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছরের মধ্যে হতে হবে।
বেতনের পরিমাণ: এক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ হল ১৫ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ সহ ডাক মারফত আবেদন পত্র পাঠাতে হবে। এক্ষেত্রে আবেদন পাঠানোর ঠিকানা হল, রিজিওনাল ম্যানেজার, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, রিজিওনাল অফিস, ১২৫, সিভিল লাইন, বলরাম সিং চৌরাহা, এটাওহা- ২০৬০০০১।
নিয়োগ প্রক্রিয়া: এক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যেটি চলবে আগামী ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত।