সিঙ্গুর মামলা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত! ৭৬৬ কোটি টাকা টাটাকে ফেরত দেবে রাজ্য

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সিঙ্গুর (Singur) মামলায় বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার (State Government)। ন্যানো গাড়ির কারখানার তৈরি করে দেওয়ার জন্য যাবতীয় সাহায্য করা হবে এমন প্রতিশ্রুতি টাটা মোটরসকে (Tata Motors) দেওয়া হয়েছিল তৎকালীন বাম সরকারের তরফ থেকে। তারপরের ঘটনা অবশ্য সকলের কাছেই অত্যন্ত যার পরিচিত। এবার তার জেরে সংস্থাটিকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। ৩০শে অক্টোবর এই রায় জানিয়ে দেওয়া হলো তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালের তরফ থেকে।

অবশ্য শুরু এটুকুই নয়, ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ১১ শতাংশ হারের ভিত্তিতে রাজ্য সরকারকে সুদের যোগানও দিতে হবে। ট্রাইব্যুনালের তিন সদস্যের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই আরম্ভ হয়েছে জল্পনা।

এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই ফের একবার চর্চায় সিঙ্গুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে এই নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না রাজ্যের বিজেপি দলগুলো। সিপিএম এবং তৃণমূল দুই পক্ষকেই আক্রমণ করেছে রাজ্য বিজেপির মুখাপাত্র শমীক ভট্টাচার্য। আবার মমতা সরকারের উদ্দেশ্যে করা বক্তব্য রেখেছে সিপিএমের সাংসদ বিকাশ ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য নিজের বক্তব্যে বলেছেন, ‘বিজেপি বলপূর্বক জমি অধিগ্রহণের পক্ষপাতী নয়। তবে চাষযোগ্য জমির চরিত্র যখন বদলে গিয়েছিল, তখন আমরা চেয়েছিলাম বাজারমূল্যের তিনগুণ অর্থ জমির মালিকদের দিতে হবে। এছাড়া পরিবারের একজন সদস্যের চাকরির ও জমির মালিকদের হাতে যোগ্য ক্ষতিপূরণ তুলে দিতে হবে। এছাড়াও আমাদের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আরও ১০০ একর জমি জোগাড় করে অনিচ্ছুক ৪০০ জনকে কিছুটা পরিমাণ করে জমি ফিরিয়ে দিক। কিন্তু তৃণমূলের জেদ ও সিপিএম সরকারের অদূরদর্শিতার ফলে সিঙ্গুরে শিল্প সম্ভাবনার মৃত্যু ঘটেছে।’

আরও পড়ুন: এই মুহূর্তের বড় খবর! এবার দুর্নীতি মামলায় স্বয়ং মুখ্যমন্ত্রীকে তলব ইডির

সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, ‘তৃণমূলের একটা জেদের জন্য আজ টাটা মোটরস সিঙ্গুরে কারখানা তৈরি করতে পারেনি। এরপর থেকে পশ্চিমবঙ্গে শিল্পের হাল পুরোপুরি বেহাল হয়ে গিয়েছে। আজকের ট্রাইব্যুনালের নির্দেশে কার্যত সেটাই প্রমাণিত হল। বাংলার মানুষকে ভিক্ষাপাত্র হাতে দাঁড় করাল মমতার সরকার।’

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর