বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একটা ঘটনা যখন বারবার ঘটতে থাকে তখন সেই ঘটনাটাকে আর অঘটন বলা চলে না। ঠিক একইরকম ভাবে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা বাংলাদেশের মতো দলগুলিকে পেছনে ফেলে আফগানিস্তানের সেমিফাইনালে দৌড়ে বেঁচে থাকার এই ঘটনাকে কেউই হয়তো আর অঘটন বলতে পারবে না। দাপট দেখিয়ে তিনটি ম্যাচ জিতে বিশ্বকাপ রীতিমতো জমিয়ে দিয়েছেন রশিদ খানরা।
আফগানিস্তানের এই জয়ের পর বাংলাদেশের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওবাগ। কিংবদন্তি ক্রিকেটার আফগানিস্তানকে কুর্নিশ জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “অসাধারণ আফগানিস্তান, দুর্দান্ত পারফরম্যান্স। তাদের থেকে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশ প্রায় ২৫ বছর ধরে ক্রিকেট খেলছে কিন্তু তারা এত কম সময়ে আফগান ছেলেদের মতো বড় দলগুলির বিরুদ্ধে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেনি। অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে আফগানিস্তান।”
আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে রান তাড়া করতে নেমে অসাধারণ পারফরম্যান্স করেছে আফগানিস্তান। চলতি টুর্নামেন্টে তারা ইংল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো প্রতিপক্ষকে পরাজিত করেছেন। যে দলটা কোন নির্দিষ্ট তারকার ভালো পারফরম্যান্সের উপর নির্ভরশীল নয়।