বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের দুয়ারে শীত। দুর্গাপুজোর পর থেকেই নেমেছে তাপমাত্রার পারদ। এরই মধ্যে আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষদিকে ফের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। একেই শীত, তার ওপর বৃষ্টি নামলে তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে খবর, শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির দেখা মিলতে পারে। এই সপ্তাহের মাঝেই বৃষ্টি নামতে পারে উত্তরবঙ্গ জুড়ে। তবে আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া শুষ্কই থাকবে। পূর্বেই আবহাওয়া দফতর জানিয়েছিল লক্ষী পুজোর পরই শীত বাড়বে। সেই কথাই যেন মিলে গেল। গতকালের মত আজও রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ। বইছে হালকা ঠান্ডা হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ থেকে ৪ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দক্ষিণবঙ্গ সহ শহর কলকাতাতেও (Kolkata) তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আরও পড়ুন: আপার প্রাইমারি নিয়ে বড় পদক্ষেপ! কী জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন?
ওদিকে শুক্রবার দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন: আজকের রাশিফল ৩১ অক্টোবর মঙ্গলবার! বজরঙ্গবলীর কৃপায় বড় চমক, আর্থিক সমস্যা মিটবে চার রাশির
উত্তরবঙ্গেও এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের এই দুই জেলা ছাড়া আপাতত উত্তরবঙ্গের বাকি জেলার আবহাওয়া শুষ্কই থাকবে।