বাংলা হান্ট ডেস্ক: সিঙ্গুর (Singur) মামলায় বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। আরবিটাল ট্রাইব্যুনালের নির্দেশ, টাটা মোটর্সকে (TATA Motors) প্রায় ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। সেই সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে বার্ষিক ১১ শতাংশ হারে সুদও (Interest) দিতে হবে। কিন্তু এই ক্ষতিপূরণের অঙ্কের সঙ্গে একমত নয় নবান্ন (Nabanna)। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার উচ্চ আদালতে যেতে চলেছে রাজ্য, এমনটাই সূত্রের খবর।
ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর থেকেই আইনজীবীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকেরা। তবে সরকার হাইকোর্ট না সুপ্রিম কোর্টে আবেদন করবে তা এখনও জানা যায়নি।
ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, সিঙ্গুরে টাটা ন্যানো (Nano) কারখানা না হওয়ায় টাটা গোষ্ঠীকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। শুধু তাই নয়, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ সুদও দিতে হবে রাজ্য সরকারকে। এই ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে। পাশাপাশি, মামলার খরচ বাবদ দিতে হবে আরও ১ কোটি টাকা।
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশেই তিন সদস্যের আরবিটাল ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। এই বিষয়ে টাটা মোটরসের পক্ষে বলা হয়েছে, ‘সিঙ্গুরে অটোমোবাইল উৎপাদন কারখানা মামলায় তিন সদস্যের ট্রাইব্যুনালের রায় টাটা মোটরসের পক্ষে গিয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ৭৬৬ কোটি টাকা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ক্ষতিপূরণের টাকা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বার্ষিক ১১ শতাংশ হারে সুদ দিতে বলা হয়েছে।’