বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাসে একটানা লম্বা ছুটি। দুর্গাপুজো থেকে শুরু করে একাধিক ছুটি (Holiday) পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা (West Bengal State Government Employees)। সেই চতুর্থী থেকে ছিল টানা ছুটি। সোমবার ১৮ দিন পর সমস্ত সরকারি দফতর খুলেছে। তবে অফিস খুললেও তা আবার বন্ধ থাকছে। এবার সামনে এল নভেম্বর মাসের ছুটির তালিকা।
উৎসবের মরসুমে নভেম্বর মাসে একাধিক ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। বন্ধ থাকবে অফিস-কাছারি। আগামী ১২ নভেম্বর রবিবার কালীপুজো। রবিবার তো এমনিতেই ছুটি থাকে। তবে ছুটি মার যাওয়ার ভয় নেই। কালীপুজো রবিবার পড়ায় তারপর দুদিন ১৩ ও ১৪ নভেম্বর (সোম ও মঙ্গলবার) নবান্ন (Nabanna) অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৫ জেলা, কাল কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর
আবার ১৫ নভেম্বর রয়েছে ভাইফোঁটার ছুটি। তবে ১৫ নভেম্বর ওই একই দিনে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি রয়েছে। এই কারণে ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ টানা চার চারটে দিন ছুটি।
আরও পড়ুন: প্রাক্তনের সম্পত্তি নিয়ে শোরগোল! বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের আয় কত? জানলে ‘থ’ হয়ে যাবেন
এবার আবার ছটপুজোও পড়েছে রবিবার ১৯ নভেম্বর। তবে এই বেলাতেও দুঃখ নেই। ছট রবিবার পড়ায় ২০ নভেম্বর, সোমবার অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য। ওদিকে ২৭ নভেম্বর সোমবার গুরু নানকের জন্মদিন। অর্থাৎ ছট ও নানকের জন্মদিনের সময়ও পরপর টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।