লক্ষী ছেলের মত খাওয়া-দাওয়া নিয়ে কোনও সমস্যা নেই বালুর! ED দফতরে কী কী খেলেন মন্ত্রী?

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতিতে (Ration Scam Case) সদ্য গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। রেশন বন্টন দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর গ্রেফতারির পর শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। তবে গত শুক্রবার আদালতে পেশ করতেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় ওরফে বালু। তড়িঘড়ি মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

শহরের এক বেসরকারি হাসপাতালের প্রায় ৭৬ ঘণ্টা চিকিত্‍সা চলার পর সুস্থ হন মন্ত্রী। সোমবার রাতে ১০টা নাগাদ ইডি দফতরে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয়। সিজিওতে আনা হয় মন্ত্রীকে। তারপর থেকে চলছে টানা জিজ্ঞাসাবাদ। প্রায় দুদিন হতে চলল। কেমন আছেন প্রাক্তন খাদ্য মন্ত্রী?

প্রসঙ্গত, নানা রোগে জর্জরিত বালু। ডায়াবেটিস, রক্তচাপ, সুগারের সমস্যাও রয়েছে তার। একথা সম্প্রতি সাংবাদিক বৈঠকে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। তাই মন্ত্রীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখছেন ইডি অফিসাররা। আপাতত সিজিও কমপ্লেক্স এর একটি ঘরে রাখা হয়েছে বালুকে। কেবলমাত্র জেরার সময়ে অন্য রুমে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। যাতে মনের ওপর বাড়তি চাপ না পড়ে।

আরও পড়ুন: অবশেষে ১০০ দিনের কাজের বকেয়া ছাড়তে চলেছে কেন্দ্র! জানেন কার জন্য হল ‘অসাধ্য সাধন’?

সূত্রের খবর, খাওয়া দাওয়া নিয়ে খুব একটা সমস্যা করছেন না জ্যোতিপ্রিয়। লক্ষী ছেলের মতো খেয়ে নিচ্ছেন। জানা যাচ্ছে মন্ত্রীকে গতকাল নিরামিষ খাবার দেওয়া হয়েছিল। সকালে ব্রেকফাস্ট এ ছিল চা, ক্রিম ক্রেকার বিস্কুট, পাউরুটি।

jyotipriya

লাঞ্চে তিনি খেয়েছেন ভাত, ডাল, দু’টো ছোট রুটি, পাঁচমেশালী নিরামিষ তরকারি। আর সন্ধেয় মুড়ি। তবে ইডি সূত্রে খবর, খাবার খেতে মুখ খুললেও প্রশ্নের জবাব দিচ্ছেন না বালু। বেশিরভাগ প্রশ্নই এড়িয়ে যাচ্ছেন। কখনও আবার বলছেন, ‘এত দিন আগের কথা মনে নেই’ আবার কখনও বলেছেন, “আমি জানি না, আপ্ত সহায়ক জানেন।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর