বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজোর (Durga Puja) সময় রাজ্যে প্রচুর কর্মসংস্থান (Job Vacancy) হয়, এর আগে এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। উৎসবের মরসুমে চা-ঘুগনির ব্যবসা করতেও উপদেশ দিয়েছিলেন তিনি। কিন্তু এই উৎসবের মরসুমে কেমন ব্যবসা হল? এই নিয়ে সময় এসেছে কাটাছেঁড়া করার।
বুধবার সাংবাদিক বৈঠক করে দুর্গাপুজোয় রাজ্যে কত টাকার ব্যবসা (Business) হয়েছে সেই হিসেব তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ কাউন্সিলের সমীক্ষার তথ্য সামনে নিয়ে এসে তিনি দাবি করলেন, দুর্গাপুজোয় ৭২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে বাংলায় (West Bengal)। উৎসবের মরসুমে সাধারণ মানুষের হাতে টাকা এসেছে বলেও দাবি করেন তিনি।
বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘দুর্গাপুজো খুব শান্তিতে মিটেছে। আর সকলের সহযোগিতায় সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। এবার দুর্গাপুজো যে উচ্চতায় উঠেছে আগামী দিনে আমরা তা আরও ভালোভাবে করব। ব্রিটিশ কাউন্সিল (British Council) একটা রিসার্চ করেছে। ২০২২ সালে বলেছিল ৩৮ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে এই রাজ্যে। এবার তারা জানাচ্ছে, ৭২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। তবে আমার ধারণা সেটা ৮০ থেকে ৮৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। আর এই টাকাটা মানুষের হাতেই যাচ্ছে। প্রায় ৩ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে দুর্গাপুজোয়।’
এদিন সাংবাদিক বৈঠকে জেলা থেকে কলকাতা সর্বত্র দুর্গাপুজোর ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর কমিটিগুলি খুব সুন্দরভাবে পরিচালনা করেছে বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘কোথাও কোনও দুর্ঘটনা ঘটেনি, মা রক্ষা করেছেন। হিন্দু-মুসলিম-খ্রিস্টান (Hindu, Muslim, Christian) সকলে মিলে আমরা দুর্গাপুজো করেছি।’