বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপের (2023 ODI World Cup) অতি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড (South Africa vs New Zealand)। আজকের ম্যাচে নামার আগে গত ২৩ বছরে একবারও ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে জয় পায়নি প্রোটিয়ারা। কিন্তু আজ রাসি ভ্যান ডার ডুসেন, কুইন্টন ডি কক এবং কেশব মহারাজদের দাপুটে পারফরম্যান্সে ভর করে সেই ধারার অবসান ঘটিয়ে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা (South African Cricket Team)।
চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে দক্ষিণ আফ্রিকা। চলতি বছরে যখন তারা প্রথম ব্যাটিং করেছে এমন শেষ আটটি ম্যাচে পরপর ৩০০ রানের গণ্ডি অতিক্রম করার রেকর্ড গড়ে ফেলেছে তারা। আজকে ধীর স্থির ভাবে শুরু করলেও ডি কক (১১৪) এবং তিন নম্বরে ব্যাটিং করতে নামা ভ্যান ডার ডুসেন (১৩৩) অসাধারণ শতরান করে নিউজিল্যান্ডকে শুরুতেই ব্যাক ফুটে ঠেলে দেয়। পরবর্তীতে ম্যাচের সেরাও হন ডুসেন। মজার ব্যাপার হল যে শুরুতে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা কতটা ভয়ংকর সেটা জানা সত্ত্বেও আজ নিউজিল্যান্ড টসে জিতে রান তারা করার সিদ্ধান্ত নেয়। টপ আধারে দুজন শতরান করার পরে নিচের দিকে ব্যাটিং করতে নেমে ডেভিড মিলনের আগ্রাসী ৫৩ রানের ইনিংস আজ দক্ষিণ আফ্রিকার স্কোরকে পৌঁছে দেয় ৩৫৭ অবধি।
আজ পুনেতে ইংল্যান্ডের রেকর্ড ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ওডিআই ফরমেটে আয়োজিত বিশ্বকাপের একটি সংস্করণে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ছিল ইংল্যান্ডের নামে। ২০১৯ সালে আয়োজিত বিশ্বকাপে মোট ৭৬ টি ছক্কা মেরেছিল তারা। হাতে বেশ কয়েকটি ম্যাচ বাকি দেখি আজ তাদের অতিক্রম করে গেল দক্ষিণ আফ্রিকা। আজ নিজেদের সপ্তম ম্যাচেই তারা সবকটি ম্যাচ মিলিয়ে ছুঁয়ে ফেলেছে ৮২ ছক্কার গণ্ডি।
আরও পড়ুন: দেওয়া হয়নি পর্যাপ্ত সুযোগ! রোহিতের ভারতীয় দলের এই তারকা বিশ্বকাপ চলাকালীনই বদলালেন পেশা
এরপর রান তাড়া করতে নামা নিউজিল্যান্ডকে শুরুতেই ধাক্কা দেন বাঁ হাতি পেসার মার্কো জেন্সন (৩/৩১)। কনওয়ে এবং রবীন্দ্রকে ড্রেসিংরুমে ফিরিয়ে তিনি পুরোপুরি নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন। এরপর নিউজিল্যান্ডের মেডেল অর্ডার ধ্বংস করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন কেশব মহারাজ (৪/৪৬)। পাকিস্তান ম্যাচে উইনিং রান নেওয়া ভারতীয় বংশোদ্ভূত তারকা আজ চারটি উইকেট নিয়ে কোমর ভেঙে দেন নিউজিল্যান্ড ব্যাটিংয়ের। গ্লেন ফিলিপ্স (৬০) ছাড়া আর কেউই লড়াই করতে পারেনি নিউজিল্যান্ড শিবিরে। ১৬৭ রানই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। নিজেদের প্রথম চারটি ম্যাচ জেতার পর পর পর তিন ম্যাচ হেরে আপাতত বেশ কিছুটা চাপে কিউয়িরা।
আরও পড়ুন: এখন কোহলি, রোহিতরাই ভরসা! সম্মানরক্ষার জন্য ভারতীয় দলকে সমর্থন বাংলাদেশ ভক্তদের
আজ ভারতকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর পরের ম্যাচে তারা মুখোমুখি হবে রোহিত শর্মার ভারতীয় দলের। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই উপভোগ্য লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। সম্ভবত সেই লড়াইয়ের মধ্যে দিয়েই বোঝা হয়ে যাবে যে লীগ টেবিলের শীর্ষস্থানে কারা অবস্থান করবে।