বাংলা হান্ট ডেস্ক: ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে এথিক্স কমিটির (Ethics Committee) তলবে সাড়া দিয়েছিলেন তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। কিন্তু সেই তলবের মাঝেই বেরিয়ে এলেন মহুয়া। অভিযোগ, তাঁকে ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করা হয়েছে। আর সেই কারণে বৈঠকের মাঝপথেই বেরিয়ে এলেন মহুয়া। রীতিমতো ঝড়ের বেগে তৃণমূল সাংসদ চিৎকার করতে করতে বেরিয়ে আসেন।
বৈঠকের মাঝপথেই বেরিয়ে সংবাদমাধ্যমকে মহুয়া বলেন, ‘এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা (Dirty) প্রশ্ন করছেন।’ মহুয়ার অভিযোগ, বৈঠকে তিনি গালে হাত রেখেছিলেন। তা নিয়েও ‘বাজে’ কথা বলা হয়েছে তাঁকে। তাঁর কথায়, ‘ওঁরা সব কিছুই ধরছিলেন। বাজে কথা বলছিলেন। ওঁরা বলেন, ‘আপনার চোখে জল’। আমার চোখে কি জল? আপনারা দেখতে পারছেন?’
অন্য এক বিরোধী সাংসদ বৈঠক থেকে বেরিয়ে আসার প্রসঙ্গে বলেন, ‘এটা অতিরিক্ত ছিল।’ মহুয়াকে যে ভাবে প্রশ্ন করা হয়েছে, তা নিয়ে সরব হয়েছেন বিএসপির সাংসদ দানিশ আলিও। বলেন, খোদ নীতি কমিটির প্রধানই দ্রৌপদীর বস্ত্রহরণ করছেন।
সূত্রের খবর, মহুয়া রাতে কোন হোটেলে (Hotel) ছিলেন, কার সঙ্গে কথা বলেছেন, এই ধরনেরও ‘ব্যক্তিগত’ বিষয়েও প্রশ্নও করা হয়েছে তাঁকে।
Mahua Moitra in Bigg Boss Season 18#MahuaMoitra #MahuaMoitraExposed pic.twitter.com/tGby70ZlFb
— H G Tannhaus (@tannhaushg) November 2, 2023
এদিকে এথিক্স কমিটির একটি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মহুয়াকে দু’টি প্রশ্ন করা হয়েছে। এক, তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে সংসদের লগ ইন আইডি (Login ID) এবং পাসওয়ার্ড (Password) দিয়েছিলেন কি না? দুই, বিদেশ থেকে মোট ৪৭ বার ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়েছে কি না। মহুয়ার ঘনিষ্ঠমহল সূত্রে খবর, তৃণমূল সাংসদ এথিক্স কমিটিকে (Ethics Committee) জানিয়েছেন, ‘ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা’ থেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।