বাংলা হান্ট ডেস্কঃ উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে পরীক্ষার্থীরা।
পাশাপাশি এই সময়ের মধ্যে যেসকল পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে তাদের কোনও লেট ফি বা জরিমানাও দিতে হবে না বলে বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে। তবে পরীক্ষার ফি জমা নির্ধারিত সময়ের মধ্যেই জমা করতে হবে পরীক্ষার্থীদের।
এ বছর সংসদের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার না থাকলে কোনও পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। উচ্চমাধ্যমিকের পোর্টালে যেই আধার কার্ড আপডেট পক্রিয়া শুরু হয়েছে তা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: জাঁকিয়ে বসবে হাড় কাঁপানো শীত! কবে থেকে শুরু? জানিয়ে দিল আবহাওয়ার দপ্তর
যদি কোনও পরীক্ষার্থী বেঁধে দেওয়া সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করাতে না পারে তবে তারা আগামী ৩ নভেম্বর শুক্রবার থেকে ১০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে বলে জানিয়েছে সংসদ। তবে সেক্ষেত্রে জরিমানা বহন করতে হবে পরীক্ষার্থীদের।
আরও পড়ুন: আজ থেকেই বদলে যাবে আবহাওয়া! ফের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের ৫ জেলায়, জানাল আবহাওয়া দপ্তর
জানিয়ে রাখি, ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ। পরীক্ষায় সময় দুপুর ১২টা থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত।