বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েকমাসে একাধিক সিরিয়াল (Bengali Serial) এসেছে বাংলা টেলিভিশনের (Television) পর্দায়। তারমধ্যে বেশকিছু সিরিয়াল জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছে তো কেউ কেউ আবার হারিয়ে গেছে সময়ের অতীতে। অনেকেই সিরিয়ালের গল্পের দোষ দিলেও কিছু কিছু সময় দেখা গেছে ভালো গল্পও টিআরপি-র (Target Rating Point) অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই যেমন স্টার জলসার (Star Jalsha) ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ও (Kamala O Sreeman Prithwiraj) নাকি খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে।
সাংসারিক জটিলতা থাকলেও কোথাও গিয়ে এই সিরিয়ালের গল্প বাকিদের চেয়ে অনেকটাই আলাদা। দুই খুদে মানিক (Manik) আর কমলার (Kamala) নিখাদ বন্ধুত্ব তথা ভালোবাসায় কখন যে সবাই বুঁদ হয়ে যায়, তা কেউ টেরও পায়না। সুকৃত সাহা (Sukrit Saha) এবং অয়ন্যা চ্যাটার্জীর (Ayanna Chatterjee) দুষ্টু মিষ্টি বন্ধুত্ব তথা প্রেম আর তার সাথে স্বদেশী আন্দোলনের টান টান উত্তেজনায় বুঁদ হয়ে যায় মানুষ।
শুরুর দিকটা টিআরপি তালিকায় ভালো ফল করেছিল এই পিরিয়ড ড্রামা। তবে সময়ের সাথে সাথে তলানিতে ঠেকেছে কমলা ও মানিকের টিআরপি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ‘কার কাছে কই মনের কথা’র টিআরপি তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর তাই নাকি গল্পকে টেনে হিঁচড়ে লম্বা করার থেকে বন্ধ করাটাকেই বেশি ভালো মনে করছে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। সূত্রের খবর, বন্ধ হওয়ার আগে লম্বা লিপ নেবে সিরিয়ালটি।
আরও পড়ুন : ‘চাইনা কয়লা পাচার, গরু পাচারে নাম জড়াক’, তৃণমূলকে বিদায় জানাচ্ছেন চিরঞ্জিৎ? তুঙ্গে জল্পনা
সম্প্রতি এই প্রসঙ্গে সুকৃতের সঙ্গে এক আলাপচারিতায় বসেছিলেন হিন্দুস্তান টাইমস বাংলা। ছোটপর্দার মাণিক বলেন, ‘এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে পারব না। আর সিরিয়াল বন্ধের জল্পনা-কল্পনা তো প্রথমদিন থেকেই শুনে আসছি’। যদিও এর চেয়ে আর বেশি কিছুই বলতে চাননি সুকৃত। অন্যদিকে অয়ন্যার থেকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ফোন তোলেননি।
আরও পড়ুন : মিলে গিয়েছিল সৌরঝড়ের কথা! ২০২৪ নিয়ে বাবা ভাঙ্গা যা বলছেন, তা শুনলে ঘুম উড়বে
উল্লেখ্য, চলতি সপ্তাহের টিআরপিতে অনেকটাই পেছনে রয়েছে স্টার জলসা। প্রতিপক্ষ জি বাংলার টিআরপি এখন অনেকটাই হাই। প্রথম চারটে স্থানই এখন জি-র দখলে। অন্যদিকে জলসার স্টার ক্যাম্পেইনার ‘অনুরাগের ছোঁয়া’ও সোজা নেমে গেছে পাঁচ নম্বরে। এমতাবস্থায় স্টারের পর্দায় যে বড় রদবদল হবে সেকথা বলাই বাহুল্য। এমতাবস্থায় ‘কমলা ও শ্রীমান’ বন্ধের খবর খুব একটা মিথ্যা হবেনা বলেই ধারণা সবার।