বাংলা হান্ট ডেস্ক: ফের বিতর্কে দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এবার তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ‘বৃহন্নলা’ (Hijra) বলে কুরুচিকর মন্তব্য। প্রসঙ্গত, মহুয়া মৈত্রের ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ বিতর্কের মধ্যেও মহাভারত (Mahabharat) প্রসঙ্গ চলে এসেছে। আর তাই নিয়ে সমালোচনা করতে গিয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
মেদিনীপুরের বিজেপি (BJP) সাংসদ বলেন, ‘শশী পাঁজা বলছেন যে মেম্বাররা বসে রয়েছেন এথিক্স কমিটিতে তাঁরা হচ্ছেন দুর্যোধন। আর যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর যার বিরুদ্ধে কমপ্লেন তিনি কি নিজেকে দ্রৌপদী (Draupadi) ভাবছেন? নাকি বৃহন্নলা ভাবছেন?’
উল্লেখ্য, শিল্পপতি হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে সংসদে আদানি (Adani) গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এ নিয়ে এথিক্স কমিটির মুখোমুখিও হন মহুয়া। কিন্তু তাঁকে নোংরা প্রশ্ন করা হচ্ছে বলে সেখান থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদ। তখনই উঠে আসে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের প্রসঙ্গ। লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিয়ে তাঁকে মৌখিকভাবে বস্ত্রহরণ করা হয়েছে বলেও অভিযোগ তোলেন মহুয়া।
সেই নিয়ে সরব হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাঁর মতে, ‘সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করছে বিজেপি। পূর্বনির্ধারিত চিত্রনাট্য অনুযায়ী এথিক্স কমিটির চেয়ারম্যান যেভাবে অসুস্থ, বিকৃত মনস্ক, এবং নারী বিরোধী মনোভাব দেখিয়েছেন তাতে এটাই প্রকাশ হয় যে রাজনৈতিক স্বার্থে এরা কতটা নীচে নামতে পারে।’
এরপরই এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। মহুয়ার সমালোচনা করতে গিয়ে কার্যত কুরুচিকর মন্তব্য করলেন বিজেপি সাংসদ।