বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) একে অপরের মুখোমুখি হয়েছিল, তখন সেই ম্যাচ নিয়ে ওই দুই দেশের ক্রিকেট ভক্ত ছাড়া অন্যান্যদের খুব বেশি উৎসাহ ছিল না। বাংলাদেশের আর বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনালে ওঠার কোনও সুযোগ নেই।
বাংলাদেশ শুধুমাত্র লড়ছে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনের জন্য। খাতায় কলমে শ্রীলঙ্কার সুযোগ রয়েছে ঠিকই। কিন্তু সেই সুযোগটাই প্রায় অসম্ভবের সমান। এমন আপাতত গুরুত্বহীন ম্যাচকে অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews) এবং বাংলাদেশের (Bangladesh Cricket Team) অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) অন্য মাত্রা দিলেন।
ক্রিকেটের ইতিহাসে প্রথম টাইমড আউট:
আজ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের শিকার হয়ে ফেরেন শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটার সমরাবিক্রমা। নিয়ম মতন তারপরে ব্যাটিং করতে এসেছিলেন শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটের অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু তার হেলমেটে কিছু সমস্যা দেখা যাওয়ায় ব্যাটিং করার আগে তিনি মাঠে নেমেও হেলমেটটি ঠিক করার দিকে বেশি মনোযোগী হয়ে ওঠেন এবং তাতে বেশ কিছুটা সময় নষ্ট হয়।
নিয়ম অনুযায়ী নতুন ব্যাটারকে মাঠে নেমে দু মিনিটের মধ্যে একজন ব্যাটার আউট হওয়ার পর স্ট্রাইক নিতে হবে। সেই নিয়মের পালন না হওয়ায় সাকিব আপিল করেন আম্পায়ারের কাছে। আম্পায়ার আউট দেন। মাঠে বাংলাদেশ অধিনায়ক এবং আম্পায়ারদের সঙ্গে কিছুক্ষণ তর্ক করার পর ড্রেসিংরুমে ফিরতে বাধ্য হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এরপর দিল্লি ব্যাটিং বান্ধব পিচে মাত্র ২৮০ রানের টার্গেট রাখতে পেরেছে শ্রীলঙ্কা। অনেকেই বলছেন বাংলাদেশের ক্ষমতা আছে এইরান তাড়া করে জেতার। পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়নস ট্রফির যোগ্যতা অর্জনের জন্য মরিয়া বাংলাদেশ। আজ দ্রুত এই রান চেজ করতে পারলে শ্রীলঙ্কাকে টপকে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম। অনেকে বলছেন সেই জন্যই মরিয়া সাকিব এমন কাজ করেছেন আজকে। এই নিয়ে অবশ্য ক্রিকেট বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একপক্ষ বলছে সাকিব যা করেছেন তা নিয়ম মেনেই হয়েছে। আবার ডেল স্টেইনের মতন কিংবদন্তি সোশ্যাল মিডিয়ায় বলছেন যে ব্যাপারটা দেখে তার সুখকর অনুভূতি হয়নি।