সুখবর! শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি এই ব্যাঙ্কের, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের (Recruitment) জন্য এবার বড় সুযোগ সামনে এসেছে। জানা গিয়েছে যে, এবার ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিন্যান্সিং ইনফ্রাস্টাকচার অ্যান্ড ডেভেলপমেন্টের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা সহ আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে আমরা সেটি তুলে ধরছি।

মোট শূন্যপদের সংখ্যা: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিন্যান্সিং ইনফ্রাস্টাকচার অ্যান্ড ডেভেলপমেন্টের তরফে মোট ৫৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদের বিবরণ: মূলত, লেন্ডিং অপারেশন (১৫ টি), হিউম্যান রিসোর্স (২টি), ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেজারি (৪ টি), জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (৭ টি), ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অপারেশন (৪ টি), রিস্ক ম্যানেজমেন্ট (১০ টি), লিগাল (২ টি), ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স (৩ টি), অ্যাকাউন্টস (২ টি), স্ট্রাটেজিক ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ (৪ টি) এবং ইকোনমিস্ট (১ টি) পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: কলকাতায় খেলা হলে বাংলা গানই চলবে! ইডেনে কোহলিদের ম্যাচের পর দাবি গর্গ চ্যাটার্জীর বাংলা পক্ষর

বয়সসীমা: এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম বয়স ২১ বছর ও সর্বাধিক বয়স ৩২ বছর হতে হবে।

আরও পড়ুন: কালীঘাট যেন এক টুকরো ‘মান্নাত’, জন্মদিনে অভিষেকের বাসভবনের সামনে ঢল কর্মী-সমর্থকদের

আবেদন প্রক্রিয়া: আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিন্যান্সিং ইনফ্রাস্টাকচার অ্যান্ড ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট nabfid.org থেকে আবেদন করতে পারবেন। জানিয়ে রাখি যে, এক্ষেত্রে আবেদন ফি হল ১০০ টাকা।

This bank has issued a notification for the recruitment

গুরুত্বপূর্ণ তারিখ: উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই শূন্যপদের পরিপ্রেক্ষিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী ১৩ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর