বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে চর্চার শিরোনামে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। শিক্ষক দুর্নীতির অভিযোগেই জেলের কুঠুরিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। মঙ্গলবার সকাল থেকে এই ধৃত কুন্তল চিনার পার্কের কাছে যে আবাসনে থাকতেন, সেই আবাসনে তল্লাশি অভিযান শুরু করে ইডি (Enforcement Directorate)।
সূত্রের খবর এদিন সকলে চিনার পার্কের ওই আবাসনে পৌঁছে যায় তদন্তকারীদের একটি টিম। সেখানে গিয়ে আবাসিকদের সাথে কথা বলেন তারা। এরপর কুন্তল যে ফ্ল্যাটে থাকতেন, সেখানেও পৌঁছে যায় ইডি। যদিও বর্তমানে সেখানে অন্য একটি পরিবার বাস করে। তাদের সাথেও কিছুক্ষণ কথা বলে ইডি। তারপর তারা বেরিয়ে যান।
তবে ঠিক কী কারণে এদিন ওই আবাসনে হানা দেয় তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, ওই আবাসনে এনামুল হকেরও ফ্ল্যাট রয়েছে। তিনি এবার গরু পাচার মামলার মূল অভিযুক্ত। তাই ঠিক কেন চিনার পার্কের ওই আবাসনে ইডি আধিকারিকরা যান তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: মামলায় অবৈধভাবে প্রভাব খাটাচ্ছেন হাইকোর্টের বিচারপতির স্বামী! CID তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের
তবে কোন বিষয়ে তদন্ত চালাতে ইডি ওখানে পৌঁছেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত চলতি বছর জানুয়ারি মাসে ইডির হাতে গ্রেফতার হন কুন্তল ঘোষ। বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগারে। শিক্ষক নিয়োগ মামলার তদন্তে জানুয়ারি মাসে চিনার পার্ক এলাকার ওই আবাসনেরই জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি।
সেখানেরই একটি ফ্ল্যাটে প্রায় ২৪ ঘণ্টা ধরে টানা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছিল বেশ কিছু নথি। তারপর থেকে বহু মাস পেরিয়ে গেলেও জামিন পাননি তিনি। এরই মধ্যে ফের ওই আবাসনে ইডি যাওয়ায় শোরগোল পড়েছে।