বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) অসাধারণ ছন্দে রয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে এই টুর্নামেন্টে তারা এখনও পর্যন্ত অপরাজিত। ফলস্বরূপ সকল প্রতিপক্ষই এখন ভারতকে নিয়ে আতঙ্কিত। বিশেষত মহম্মদ শামি (Md Shami), যশপ্রীত বুমরা-রা যেভাবে বোলিং করছেন, তা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে বিপক্ষের ব্যাটিং। কিন্তু পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা এই নিয়ে অদ্ভুত মন্তব্য করেছেন।
পাকিস্তানের জার্সিতে হাতেগোনা কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার কিছুদিন আগে অভিযোগ করেছিলেন যে ম্যাচ চলাকালীন ভারতীয় বোলারদের জন্য আলাদা বলের ব্যবস্থা করা হচ্ছে যার থেকে বোলাররা সুইং বেশি পান। এই বিষয়ে তিনি আইসিসিকে তদন্ত করে দেখবার জন্য অনুরোধ করেছিলেন।
এরপর ভারতসহ গোটা ক্রিকেট বিশ্ব তার এই হাস্যকর মন্তব্যের সমালোচনা করেছিল। এমনকি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং কিংবদন্তি ওয়াসিম আক্রমও তাকে এই জাতীয় ভুলভাল মন্তব্য করে পাকিস্তানের নাম খারাপ না করার জন্য অনুরোধ করেন। কিন্তু তারপরেও হাসান রাজা চুপ করেননি।
এরপর তিনি বিসিসিআইকের লক্ষ্য করে বন্দুক দেগেছিলেন এবং দাবী করেছিলেন যে ভারতের ম্যাচে প্রযুক্তির ভুল ব্যবহার হচ্ছে এবং তার জন্য ভারতকে অন্যায়ভাবে সুবিধা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন মন্তব্য করে যাওয়ার পর এবার তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন না ভারতীয় দলের এই মুহূর্তে সবচেয়ে ভালো ফর্মে থাকা ফাস্ট বোলার মহম্মদ শামি।
আরও পড়ুন: ইতিহাস বদলালেন ম্যাক্সওয়েল! রোহিত শর্মাও এমন করেননি যা কামিন্সকে নিয়ে করে দেখালেন ম্যাডম্যাক্স
শামি বলেছেন, “একটু লজ্জা পাও, আর আজেবাজে কথা না বলে খেলায় মনোযোগী হও। কখনো কখনো অন্যের সাফল্যও উপভোগ করে নিতে শেখো। আরে ভাই, এটা একটা আইসিসি টুর্নামেন্ট, আপনার পাড়ার টুর্নামেন্ট নয়। আর আপনি একজন খেলোয়াড়ই ছিলন তো? ওয়াসিম ভাই কত সুন্দর করে বোঝালো, তারপরেও আপনার বোঝার চেষ্টা নেই। খালি নিজের প্রশংসা করে চলেছে।”