বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতের ব্যাটিং অসাধারণ পারফরম্যান্স করছে। টুর্নামেন্টের প্রায় প্রত্যেক দলের বোলিং আক্রমণের ভারতীয় দলকে (Indian Cricket Team) দাপট দেখাতে দেখা গিয়েছে। চলতি টুর্নামেন্টে এখনো কেবলমাত্র একজন ভারতীয় ব্যাটার রয়েছে যাকে ধারাবাহিকতা বজায় রাখতে দেখা যায়নি। আর তিনি হলেন শুভমান গিল (Shubman Gill)।
শুভমান গিল চলতি টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। ডেঙ্গুর সংক্রমণের কারণে তার মাঠে নামা আটকে গিয়েছিল। আহমেদাবাদে ১৪ ই অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মধ্যে দিয়ে তিনি দলে ফিরেছেন। তারপর থেকে ৬ ম্যাচ খেলে কেবলমাত্র দুটিতে তিনি নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন।
চলতি টুর্নামেন্টে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধেই কেবলমাত্র তিনি অর্ধশতরানের গণ্ডি টপকাতে পেরেছেন। সেই দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেই তিনি একটি বড় কীর্তি ঘুরে ফেলেছেন। চতুর্থ ভারতীয় হিসেবে ওডিআই ফরম্যাটে ব্যাটারদের আইসিসি ক্রমতালিকায় তিনি শীর্ষস্থান অর্জন করেছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের সেমিতে ভারতের মুখোমুখি হচ্ছে না পাকিস্তান, বাবর আজমদের জন্য মন খারাপ কলকাতার!
তার আগে এই কাজটি করতে পেরেছিলেন কেবলমাত্র তিনজন। সেই তিনজনই হলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। প্রথম আইসিসি ক্রমতালিকায় ভারতীয় তার হিসেবে শীর্ষস্থানে পৌঁছেছিলেন সচিন টেন্ডুলকার। এরপর মহেন্দ্র সিংহ ধোনি ২৪ বছর ২৮৬ দিন বয়সে এবং বিরাট কোহলি ২৪ বছর ৩৫৯ দিন বয়সে আইসিসি ক্রমতালিকার শীর্ষে পৌঁছেছিলেন।
আরও পড়ুন: রোহিত, কোহলি, প্রস্তুত তো? ভারতকে উদ্দেশ্য করে যেন হুঙ্কার ছাড়লেন বোল্টরা
কিন্তু ধোনি এবং কোহলি, দুজনের চেয়েই কম বয়সে গিল এই কীর্তি করে দেখালেন। গিল ওডিআই ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছেছেন ২৪ বছর ৫৫ দিন বয়সে। কিন্তু তিনি টপকাতে পারেননি সচিন টেন্ডুলকারকে। মাস্টার ব্লাস্টার এই কীর্তি করে দেখিয়েছিলেন মাত্র ২২ বছর ৩১১ দিন বয়সে। তবে এখন দর্শকরা আশা করবেন যেন নকআউট পর্যায়ে গিল নিজের পরিচিত ছন্দ ফিরে পান এবং ভারতীয় দলকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।