বাংলা হান্ট ডেস্ক : দেখতে দেখতে কেটে গেল গোটা একটা বছর। এই তো কবে শুরু হয়েছিল ২০২৩ এর সফরনামা, এরইমধ্যে শেষ-ও হয়ে গেল। অবাক লাগলেও, এটাই সত্যি যে, আমরা আরও একটা বছর পার করে ফেললাম। আর একমাস পরেই ২০২৩ বিদায় নিয়ে শুরু হবে ২০২৪-র পথচলা। আর তার আগেই নবান্ন দিয়ে দিল আসন্ন বছরের ছুটির তালিকা।
জানিয়ে দিই, আগামী বছরটা সরকারি কর্মচারীদের জন্য বেশ খুশির হতে চলেছে। কারণ এবার আর রবিবারের জন্য কোনও ছুটি বাতিল হয়নি। NIA অনুযায়ী, সারা বছর মোট ছুটির (Public Holidays) সংখ্যা ২২। তবে পশ্চিমবঙ্গে এই ছুটির হিসেব একটু অন্যরকম। কারণ আঞ্চলিক পুজো পার্বনগুলিতেও ছুটি দিয়ে থাকে রাজ্য সরকার।
তাহলে চলুন দেরি না করে দেখে নিন আগামি বছরের ছুটির তালিকা ——
স্বামী বিবেকানন্দের জন্মদিন – ১২ জানুয়ারি (শুক্রবার)
নেতাজি জয়ন্তী – ২৩ জানুয়ারি (মঙ্গলবার)
সাধারণতন্ত্র দিবস – ২৬ জানুয়ারি (শুক্রবার)
সরস্বতী পুজো – ১৪ ফেব্রুয়ারি (বুধবার)
দোলযাত্রা – ২৫ মার্চ (সোমবার)
গুড ফ্রাইডে – ২৯ মার্চ (শুক্রবার)
ইদ-উল-ফিতর – ১১ এপ্রিল (বৃহস্পতিবার)
শ্রমিক দিবস – ১ মে (বুধবার)
রবীন্দ্র জয়ন্তী – ৮ মে (বুধবার)
বুদ্ধপূর্ণিমা – ২৩ মে (বৃহস্পতিবার)
বকরি ইদ – ১৭ জুন (সোমবার)
মহরম – ১৭ জুলাই (বুধবার)
স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট (বৃহস্পতিবার)
গান্ধী জয়ন্তী + মহালয়া – ২ অক্টোবর (বুধবার)
দুর্গাপুজো – সপ্তমী – ১০ অক্টোবর (বৃহস্পতিবার)
দুর্গাপুজো – অষ্টমী+ নবমী – ১১ অক্টোবর (শুক্রবার)
দুর্গাপুজো – দশমী – ১২ অক্টোবর (শনিবার)
লক্ষ্মীপুজো – ১৬ অক্টোবর (বুধবার)
কালীপুজো – ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)
গুরু নানকের জন্মদিন – ১৫ নভেম্বর (শুক্রবার)
ক্রিসমাস – ২৫ ডিসেম্বর (বুধবার)
আরও পড়ুন :
বঙ্গে এই ছুটির সংখ্যা আরও কয়েকদিন বেশি। শিবরাত্রি, শবেবরাত, রাখিবন্ধন, জন্মাষ্টমী, ভাইফোঁটা, ছটপুজো-সহ একাধিক উৎসব উপলক্ষ্যে সরকার ছুটি ঘোষণা করে থাকে। এছাড়াও দুর্গাপুজো, কালীপুজো, করমপুজো উপলক্ষে কিছু অতিরিক্ত ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। তবে আগামী বছর দুর্গাপুজোর সময় অষ্টমী নবমী একদিনেই পড়ায় ২ দিনের বদলে একদিনই ছুটি মিলবে। দোলযাত্রা এবং হোলিতেও এমনটাই হবে। এরকম কয়েকটি উৎসব একই দিনে পড়ে যাওয়ায় ঐদিনের প্রাপ্য ছুটি আলাদা করে পাওয়া যাবেনা।