২ দিনেই বদলে যাবে আবহাওয়া! সাগরে নিম্নচাপ রূপ নেবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র? বাংলায় তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মাঝেই চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ। মৌসম ভবনের পূর্বাভাস, আগামীকাল মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ (Low Pressure) তৈরির সম্ভাবনা রয়েছে যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপ মধ্য ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে পরবর্তী দুদিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গতি পরিবর্তন করে এই নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে আসতে পারে।

এর জেরে চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও এখনও এই ঘূর্ণিঝড় নিয়ে বা আদেও ঘূর্ণিঝড় তৈরী হবে কী না তা নিয়ে সরকারিভাবে ভারতীয় মৌসম ভবনের তরফে কিছু আপডেট আসেনি।

তবে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপর ঘণ্টায় ৪০-৪৫ কিমি আবার কখনও ঘণ্টায় ৫৫ কিমি বেগে ঝড় উঠতে পারে।

আরও পড়ুন: হাজার কোটির উপর কর আদায় করে রেকর্ড গড়ল কলকাতা পুরসভা! তবুও অসন্তুষ্ট মেয়র, কেন?

এরপর বুধ এবং বৃহস্পতিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০-৪৫ কিমি কিমি বেগে।

weather

আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। যার অভিমুখ হতে পারে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। তৈরী হলে সেটির নাম হবে ‘মিধিলি’। এর নামকরণ করেছে মলদ্বীপ। এই ঘূর্ণিঝড়ের জেরে এই রাজ্যে ও প্রতিবেশি রাজ্য ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর