হাজার কোটির উপর কর আদায় করে রেকর্ড গড়ল কলকাতা পুরসভা! তবুও অসন্তুষ্ট মেয়র, কেন?

বাংলা হান্ট ডেস্কঃ পদে বসার পর থেকে বরাবরই কর আদায়ের উপর বাড়তি জোর দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Municipal Corporation Mayor Firhad Hakim)। আর চলতি বছর সম্পত্তিকর আদায়ে (Property Tax) নয়া রেকর্ড গড়ল কলকাতা পুরসভা। যদিও তাতে সন্তুষ্ট নন ববি হাকিম। আরও বেশি পরিমাণে বকেয়া কর আদায় করা হোক এই লক্ষ্যেই অবিচল মেয়র।

জানিয়ে রাখি, ২০২২–২৩ অর্থবর্ষে অক্টোবর পর্যন্ত মোট যে পরিমাণ সম্পত্তিকর আদায় করা হয়েছিল তার পরিমাণ ছিল ৮০০ কোটি টাকা। আর এ বছর অর্থাৎ চলতি অর্থবর্ষে এই সময়ের মধ্যেই তা বেড়ে দাঁড়িয়েছে ১০৪০ কোটি টাকা। যদিও এই পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন মেয়রমশাই।

চলতি অর্থবর্ষ শেষ হতে হাতে এখনও ৩-৪ মাস রয়েছে। আগামী বছরের মার্চ মাসে চলতি অর্থবর্ষ শেষ হবে। এই অবস্থায় মেয়রের সাফ নির্দেশ, সম্পত্তিকর আদায়ের কেবল ৩০ শতাংশ বৃদ্ধিতে সন্তুষ্ট হলে চলবে না। লক্ষ্যমাত্রা ১০০ শতাংশ পর্যন্ত নিয়ে যেতে হবে।

আরও পড়ুন : ‘জ্যোতিপ্রিয়র মুখ থেকে চাঞ্চল্যকর স্বীকারোক্তি’, ‘স্ত্রী ও মেয়ের মুখোমুখি জেরা করতেই ফাঁস’, তোলপাড়

তাই পুজোর ছুটি কাটলেই এই নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মেয়র ফিরহাদ হাকিম। ওদিকে কলকাতা পুরসভা সূত্রে খবর, কর খেলাপিদের লম্বা তালিকা রয়েছে। সম্পত্তি কর বাবদ যার পরিমাণ ৪ হাজার কোটি টাকার মত। পুজোর পরই এই সমস্ত কর খেলাপিদের কাছ থেকে বকেয়া আদায় করা হোক, তেমনটাই চাইছেন মেয়র।

kmc banner

পুজোর আগেই এ বিষয়ে আধিকারিকদের নির্দেশও দিয়েছিলেন ফিরহাদ হাকিম। একেই করোনার পর থেকে পুর কোষাগাড়ের অবস্থা খারাপ, আবার অন্যদিকে পুরসভার ২০ হাজার শ্রমিকের বেতনের অধিকাংশটা দেওয়া হয়ে থাকে এই রাজস্ব কর থেকেই। তাই বকেয়া আদায়ে অধিক মাত্রায় জোর দিচ্ছেন মেয়র।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর