বিশ্বকাপ চুলোয় যাক, ভারতীয় দলকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ‘গলি ক্রিকেট’ খেলালেন রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দল (Indian Cricket Team) লিগ পর্বে নিজেদের যাত্রা শেষ করল অপরাজিত ভাবে। মোট ৯টি ম্যাচ পরপর জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছনো বাকি দলগুলির কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে রোহিত শর্মারা (Rohit Sharma)। ভারতীয় দল ঠিক কতটা ভালো ছন্দে রয়েছে সেটা বোঝা গেল নেদারল্যান্ডসের বিরুদ্ধে (India vs Netherlands) ম্যাচে একটি বিশেষ ঘটনা দেখেই।

এই ম্যাচে গতকাল ভারতীয় দল একটি বিশেষ রেকর্ড সৃষ্টি করেছে। বিশ্বকাপের ইতিহাসের কোনও দলের টপ ফাইভ ব্যাটারদের প্রত্যেকেই কাল ৫০ রানের গণ্ডি অতিক্রম করেছেন। সেমিফাইনালের আগে খাতায় কলমে অনেক দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দল যে ব্যাটিং অনুশীলন করতে নেমেছিল কাল টসে জিতে, তা তাদের আক্রমণাত্মক মনোভাব থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।

এরপর দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল বোলিংয়ের সময় কিছু মজার কান্ড করে। কাল কিছু সময়ের জন্য বোলিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল শুভমান গিল, সূর্যকুমার যাদবের মতো ব্যাটারদের হাতে। মজার ছলে এই কাজ করেছিলেন রোহিত। নেদারল্যান্ডসকে একটা সময়ের পরে আর সিরিয়াসলি নেয়নি ভারত।

আরও পড়ুন: এই প্রথমবার চলতি বিশ্বকাপে নিজের দমে হাফসেঞ্চুরি করলেন শুভমান গিল! খুশি হবেন সারা

রোহিত শর্মা এশিয়া কাপ শুরুর আগে কথা দিয়েছিলেন যে বিরাট কোহলি এবং তিনি নিজে দলের প্রয়োজনীয় হাত ঘোরাবেন। অবশেষে এশিয়া কাপ শেষ হওয়ার পর এবং বিশ্বকাপের লিগ পর্যায়ের শেষ ম্যাচে এসে তিনি সেই কথাটি রাখলেন। তারা দুজনেই কাল হাত ঘুরিয়েছেন এবং উইকেট পেয়েছেন।

আরও পড়ুন: কোহলির পর এবার উইকেট পেলেন রোহিত শর্মাও! টানা ৯ ম্যাচ জিতে সৌরভের রেকর্ড ভাঙলেন হিটম্যান

এরপর সাক্ষাৎকারে এসে রোহিত শর্মা একটি মজার কথা বলেছেন। গতকাল সকল ব্যাটারকে বল দেওয়া হলেও শ্রেয়স এবং লোকেশ রাহুলকে কেন বোলিং করতে দেওয়া হয়নি এই নিয়ে তাকে প্রশ্নের সামনে পড়তে হয়েছিল মজার ছলেই। এরপর তিনি জবাব দেন যেহেতু তারা দুজনে গতকাল শতরান করেছেন এবং দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন তাই তাদেরকে কাল বোলিং দেওয়া হয়নি। তার এই কথা শুনে বেশ মজা পেয়েছেন ভারতীয় ভক্তরা। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে রোহিত শর্মা যেন গলি ক্রিকেট খেলতে শুরু করেছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর