কোহলির পর এবার উইকেট পেলেন রোহিত শর্মাও! টানা ৯ ম্যাচ জিতে সৌরভের রেকর্ড ভাঙলেন হিটম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল চলতি বিশ্বকাপের অসাধারণ ছন্দে রয়েছে এই কথা সকলেরই জানা ছিল। টানা আটটি ম্যাচ জেতার পর শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের জয় পেতে যে কোনও অসুবিধা হবে না সেই কথাও অনেকেই বুঝে নিয়েছিলেন। কিন্তু শেষ ম্যাচে যে চমক দেখা গেল তার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের দিন উইকেট পেলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিও।

এর আগে ভারতীয় অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ছিল একটি বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি (৮) ম্যাচ জেতার। তবে এবার রোহিত শর্মার নেতৃত্বে টানা নয় টি ম্যাচ জিতে সেই রেকর্ড ভেঙে দিল এই নতুন ভারতীয় দল। আজ প্রথম ইনিংসে ব্যাটাররা বিস্ময় রেকর্ড গড়ে প্রথম ইনিংসে রোহিত শর্মাকে অসুবিধা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর। এই প্রথম বিশ্বকাপের মঞ্চে কোনও দলের টপ ফাইভ ব‍্যাটারদের প্রত্যেকেই ৫০ রানের গন্ডি টপকাতে পেরেছেন।

আজ রোহিত শর্মা টসে জেতার পর রোহিত শর্মা বিন্দুমাত্র দ্বিধা করেননি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে। বিরাট কোহলি, রোহিত শর্মা ও শুভমান গিল তিনজনই হাফসেঞ্চুরি করে ড্রেসিংরুমে ফেরেন। সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া করেন বিরাট।

তবে সেই ভুল করেননি শ্রেয়স ও রাহুল। চলতি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেয়েও শতরান করার সুযোগ হাতছাড়া করেছিলেন শ্রেয়স। তবে আজ কাছাকাছি পৌঁছনোর পর সেই শতরান করার সুযোগ হাতছাড়া করেননি তিনি। বিশ্বকাপে নিজের প্রথম শতরান করে তিনি সেমিফাইনালের প্রস্তুতি সেরে নিলেন দুর্দান্তভাবে। অপরদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতকে অসাধারণ জয় পেতে সাহায্য করলেও নিজের শতরান হাতছাড়া করেছিলেন লোকেশ রাহুল। আজ কোনওভাবেই সেই সুযোগ হারাতে রাজি ছিলেন না তিনি। ৫০ তম ওভারের প্রথম দুই বলে দুটি বিরাট ছক্কা মেরে নিজের শতরান নিশ্চিত করে ফেলেন তিনি।

এরপর বল হাতে আজ শামি উইকেট না পেলেও বুমরা, সিরাজ, কুলদীপ ও জাদেজা ২ টি করে উইকেট পেয়েছেন। সকলকে অবাক করে দিয়ে আজ কোহলি, শুভমান গিল ও সূর্যকুমারকে বোলিং করানোর পাশাপাশি নিজেও বোলিং করেন রোহিত। এশিয়া কাপের আগে তিনি নিজে এবং এবং কোহলি হাত ঘোরাবেন বল হাতে এমনটা কথা দিয়েছিলেন হিটম্যান। অবশেষে তার সেই দাবি সত্যি প্রমাণিত হলো এবং দুজনই একটি করে উইকেট পেলেন। নেদারল্যান্ড হয়ে অনিল নিদামানুরু সর্বোচ্চ ৫৪ রান করেন। পয়েন্টস টেবিলের তলানিতে থেকেই তাদের এই বিশ্বকাপ অভিযান শেষ হলো।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর