উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশনের জন্য জারি নতুন বিজ্ঞপ্তি! পড়ুয়াদের দিতে হবে অতিরিক্ত টাকা

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি উচ্চমাধ্যমিকের (Higher Secondary Education) জন্য অনলাইন রেজিস্ট্রেশনের (Online Registration) সময়সীমা বাড়াল WBCHSE। আগের সময়সীমার পরিবর্তন করে ৩০ নভেম্বর অবধি বাড়ানো হয়েছে। কাউন্সিলের তরফে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু এজন্য মাশুল অর্থাৎ লেট ফাইন দিতে হবে পরীক্ষার্থীদের।

আগামী ৩০ নভেম্বরের পর আর সময়সীমা বাড়ানো হবেনা বলেই জানিয়েছে কাউন্সিল। এই সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন শেষ করতে হবে। উল্লেখ্য, উচ্চমাধ্যমিক কাউন্সিল জানিয়েছে যে, কোনও অবস্থাতেই অফলাইনে রেজিস্ট্রেশনের কোনও অনুরোধ গ্রাহ্য করবেনা তারা। চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফর্ম ফিলাপ করতে হবে।

এখানে উল্লেখ্য যে, সময়সীমা শেষের পর অফলাইনে রেজিস্ট্রেশনের কোনও আবেদন করলেও তা গ্রাহ্য করা হবেনা বলেও স্পষ্ট করে দেয় WBCHSE। এদিকে সময়সীমা বাড়ানোর কারণে অনলাইনে চেকলিস্ট জমা দেওয়ার পূর্বনির্ধারিত সূচিতেও পরিবর্তন করা হয়েছে। ১১ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে।

আরও পড়ুন : জেলে গিয়েও শান্তি নেই, আদালতের এই নির্দেশে আবার বিপাকে জ্যোতিপ্রিয়! ইডির মুখে হাসি

এই সময়ের মধ্যে এবার বিভিন্ন স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষাও চলতে থাকবে। এর আগেও রেজিস্ট্রেশনের সময়সীমা আগেও বাড়িয়েছিল উচ্চমাধ্যমিক কাউন্সিল। সেবার ২ নভেম্বর অবধি বাড়ানো হয় এবং এজন্য কোনো অতিরিক্ত টাকাও নেয়নি তারা। কিন্তু নয়া আপডেট লেট ফাইন জমা করা বাধ্যতামূলক করা হয়েছে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর