বিশ্বকাপের দল ঘোষণা হতেই ঝটকা কলকাতায়! শীঘ্রই দল ছাড়তে পারেন বিধ্বংসী ব্যাটার

বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর পরেই শুরু হতে চলেছে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। ইতিমধ্যেই সেজন্য ঘোষণা হয়ে গিয়েছে দলের। তবে, T20 বিশ্বকাপের দল ঘোষণা হতেই রীতিমতো বিপদে পড়ল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি IPL-এ এখনও পর্যন্ত দুরন্ত ফর্মে রয়েছেন KKR-এর ফিল সল্ট। কিন্তু, প্লে-অফে উঠলে সল্টকে পাবে না নাইট শিবির। কারণ, IPL-এ প্লে-অফের আগেই দেশে ফিরতে হবে সল্টকে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, T20 বিশ্বকাপের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এমতাবস্থায়, ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন সল্ট। মূলত, IPL-এর দুর্ধর্ষ পারফরম্যান্সের জেরেই বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। এদিকে, বিশ্বকাপের আগে ইংল্যান্ড ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের T20 সিরিজ খেলবে। এমতাবস্থায়, ইংল্যান্ড বোর্ড জানিয়ে দিয়েছে, T20 বিশ্বকাপের জন্য যাঁরা দলে সুযোগ পেয়েছেন তাঁরাই এই সিরিজ খেলবেন।

KKR got a shock as soon as the World Cup team was announced.

তাই, ইংল্যান্ডের যে খেলোয়াড়রা পাকিস্তান সিরিজ খেলবেন তাঁদের IPL ছেড়ে দেশে ফিরতে হবে। এদিকে, নির্ধারিত সুচি অনুযায়ী, ২২ মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ শুরু হবে। যেটি চলবে ৩০ মে পর্যন্ত। তারপরেই T20 বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী ২ জুন থেকে। এদিকে, IPL-এর গ্রুপ পর্বের খেলা শেষ হবে আগামী ১৯ মে। পাশাপাশি, প্লে-অফের পর্ব শুরু হবে আগামী ২১ মে থেকে।

আরও পড়ুন: ৫ কারণ, যার জন্য T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় চান্স পেলেন না কেএল রাহুল

এমন পরিস্থিতিতে, KKR যদি প্লে-অফে ওঠে সেক্ষেত্রে তারা সল্টকে পাবে না। শুধু তাই নয়, আগামী ১৯ মে হতে চলা KKR-এর শেষ ম্যাচেও সল্ট খেলতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে সংশয়। সেক্ষেত্রে KKR-এর প্রথম একাদশে জায়গা পেতে পারেন রহমানুল্লা গুরবাজ। তবে, শুধু KKR নয়, ইংল্যান্ডের আরও যেসব ক্রিকেটার বিশ্বকাপের দলে রয়েছেন তাঁদেরকেও IPL ছেড়ে দেশে ফিরতে হবে।

আরও পড়ুন: ফের একটি বড় চুক্তি টাটা গ্রুপের! ৮৩৫ কোটি টাকায় কেনা হল এই কোম্পানির ১০ শতাংশ শেয়ার

সল্ট-এর পারফরম্যান্স: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি IPL-এ এখনও পর্যন্ত ৯ টি ম্যাচে ৪৯ গড় ও ১৮০.৬৪ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন সল্ট। পাশাপাশি, ৪ টি অর্ধশতরান করেছেন তিনি। উইকেটের পেছনেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। এমতাবস্থায়, KKR প্লে-অফে উঠলে এই দল যে সল্টের অভাব স্পষ্টভাবে টের পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর