ফের একটি বড় চুক্তি টাটা গ্রুপের! ৮৩৫ কোটি টাকায় কেনা হল এই কোম্পানির ১০ শতাংশ শেয়ার

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা সন্সের (Tata Sons) তরফে গ্রুপের আরেকটি কোম্পানিতে শেয়ার বৃদ্ধি করা হয়েছে। মূলত, টাটা সন্স সিঙ্গাপুরের ইনভেস্টমেন্ট কোম্পানি Temasek-এর কাছ থেকে ১০ শতাংশ শেয়ার কিনে টাটা প্লে-তে তার অংশীদারিত্ব বাড়িয়েছে। এই চুক্তির পরে, টাটা প্লে-তে টাটা গ্রুপের শেয়ার বেড়েছে ৭০ শতাংশ। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই চুক্তিটি প্রায় ১০০ মিলিয়ন ডলারে (৮৩৫ কোটি টাকা) সম্পন্ন হয়েছে।

তথ্য প্রযুক্তি মন্ত্রককে জানানো হয়েছে: উল্লেখ্য যে, টাটা প্লে নিয়ম অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে এই পরিবর্তন সংক্রান্ত তথ্য দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, টাটা প্লে হল বিনোদন সেক্টরে টাটা গ্রুপের এমন একমাত্র ব্যবসা, যা সরাসরি গ্রাহকের সাথে সংযুক্ত। এর মূল্য ধরা হয়েছে প্রায় ১ বিলিয়ন ডলার। এটি দেশের বৃহত্তম ডিটিএইচ কোম্পানি এবং এর গ্রাহক সংখ্যা ২১ মিলিয়ন। এর পরে, টাটা প্লে-তে টাটা গ্রুপের অংশীদারিত্ব এখন ৭০ শতাংশ এবং বাকি ৩০ শতাংশ ওয়াল্ট ডিজনির কাছে রয়েছে।

Tata group bought 10 percent shares of this company for 835 crore.

ডিজনি টাটা প্লে-তে ২০ শতাংশ শেয়ার পেয়েছে: রিপোর্ট অনুযায়ী, টাটা ডিজনির সাথে তার শেয়ার কেনার জন্য আলোচনা করছে। আসলে, ডিটিএইচ ব্যবসা ডিজনির মূল ব্যবসা থেকে আলাদা। তাই এটি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে। দেশে 21st Century Fox-এর ব্যবসা কেনার পর, ডিজনি টাটা প্লে-তে ২০ শতাংশ শেয়ার পেয়েছে। ডিজনি তার স্টার ইন্ডিয়া ব্যবসাকে রিলায়েন্সের Viacom 18-এর সাথে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে। এই সংযুক্তিকরণের পর এটি ৮.৫ বিলিয়ন ডলার মূল্যের একটি বড় মিডিয়া কোম্পানিতে পরিণত হবে।

আরও পড়ুন: হার্দিক সুযোগ পেলেও বাদ রিঙ্কু! বিশ্বকাপের জন্য দল ঘোষণা BCCI-র, তালিকায় একাধিক চমক

এন্টারটেইনমেন্টের আরেকটি সেগমেন্টে কাজ করছে ডিজনি: অনুমান করা হচ্ছে যে, ডিজনি এখন বিনোদন সেক্টরের অন্য একটি বিভাগে কাজ করছে এবং তার ব্যবসা টাটা প্লে-এর সাথে সংযুক্তিকরণ করতে চায়। টাটা প্লে-র প্রাথমিক শেয়ার বিক্রির পরিকল্পনা ২০২৩ সালের মে মাসে সেবি দ্বারা অনুমোদিত হয়েছিল। প্রকৃতপক্ষে, টাটা প্লে ২০২২ সালের নভেম্বরে সেবি-তে গোপন নথি ফাইল করার জন্য দেশের প্রথম কোম্পানি হওয়ার পরে একটি IPO চালু করার পরিকল্পনা করেছিল।

আরও পড়ুন: ফাইনাল জেতার আশা শেষ মোহনবাগানের? চার ম্যাচ নির্বাসিত তারকা খেলোয়াড়, মাথায় হাত সমর্থকদের

এদিকে, টাটা গ্রুপের প্রস্তাবিত IPO শেয়ার মার্কেটের খারাপ অবস্থার কারণে টাটা প্লে-এর প্রাথমিক IPO স্থগিত করা হয়েছিল। জানিয়ে রাখি যে, টাটা প্লে টাটা স্কাই নামে পরিচিত। যেটি ২০০১ সালে শুরু হয়েছিল। এটি সারা দেশে অত্যন্ত জনপ্রিয়। Temasek নামের একটি ইনভেস্টমেন্ট কোম্পানি ২০০৭ সালে এই প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর