এখানেই গানের ক্লাস করান রূপঙ্কর! দেখুন, মাস গেলে কত টাকা পারিশ্রমিক নেন এই সঙ্গীতশিল্পী

বাংলাহান্ট ডেস্ক : বাংলা গানের জগতে রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) যথেষ্ট পরিচিত একটি নাম। ‘জাতিস্মর’ ছবিতে ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। এছাড়াও অসংখ্য হিট গান রয়েছে রূপঙ্করের ঝুলিতে। রূপঙ্কর বেশ কিছু সময় হল গান শেখাতে শুরু করেছেন। রূপঙ্করের গানের স্কুল শুরু হয় লকডাউনের সময় থেকে।

বর্তমানে এই সংগীত অ্যাকাডেমি অনেকটাই বড় হয়েছে। রূপঙ্কর এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে তিনি ছাত্র-ছাত্রীদের গান শিখতে আসার কথা বলেছেন। রূপঙ্কর নিজে গান শেখান তাদের। রূপঙ্কর জানাচ্ছেন,  “আমার গানের স্কুলটা আরও বড় করছি। এটা লকডাউনের সময় শুরু হয়েছিল। প্রচুর অনলাইন ক্লাস করিয়েছি আমি। এখন হাতে কলমে গান শেখাবো।”

আরোও পড়ুন : বাজার শেষ রামদেবের! ব্যানড আই ড্রপ-সহ পতঞ্জলির ১৪ টি প্রোডাক্ট! দেখুন তালিকা

যাদবপুরে রয়েছে রূপঙ্করের গান শেখানোর স্কুল।গান শেখানোর জন্য কত পারিশ্রমিক নেন রূপঙ্কর? সেই ব্যাপারে তিনি বলেন,   “প্রত্যেক মাসে ২০০০ টাকা করে আমার গানের স্কুলের মাইনে। মাসে দু’দিন করে ক্লাস। আমি নিজে গান শেখাই। আমার হয়ে কোনও সহকারী গান শেখান না। এটা আগেই বলে দিলাম। আমার গানের স্কুলের অ্যাডমিশন ফিজ় ৩০০০ টাকা।”

Rupankar Bagchi 2020 3

অনেকেই এখন গান শিখতে আসেন রূপঙ্করের কাছে।রূপঙ্কর বাগচীর গানের স্কুলে ভর্তির জন্য কিন্তু নেই বয়সসীমা। ৮ থেকে ৮০, যে কেউ ভর্তি হতে পারেন সেখানে। এই প্রসঙ্গে গায়কের বক্তব্য, “চার বছর বয়স হলেই আমার কাছে গান শিখতে আসতে পারেন ছাত্র-ছাত্রীরা। বৃদ্ধ বৃদ্ধারাও চাইলে আসতে পারেন। আমি সানন্দে তাঁদের গান শেখাব। আমি মনে করি গান শেখার কোনও বয়স নেই।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর