এবার সেরা কালী পুজোর মুকুট পেল কে? উত্তর জানিয়ে দিল “Lions শ্যামা Maa সম্মান 2023”

বাংলাহান্ট ডেস্ক : সদ্য শেষ হয়েছে কালী পুজো। সারা বাংলাজুড়ে একযোগে পালিত হয়েছে মায়ের পুজো। বাংলা তথা বিশ্বের এই সর্ববৃহৎ উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ এনজিও লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরেই কলকাতা সহ ভারত বর্ষের বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে। 

তথাকথিত বাংলার কালী পুজোতেও যারা বিশেষ পুজো করেছে যেমন, থিম এবং সাবেকিয়ানা তাদেরকেও সম্মানিত করার চেষ্টা করে লায়ন্স ক্লাবের অন্তর্গত “Lions শ্যামা Maa সম্মান 2023″। চলতি বছর লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা সার্কুলার ও RWAC এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে লায়ন্স “Lions শ্যামা Maa সম্মান 2023″।

img 20231114 wa0018

এক নজরে দেখুন  “Lions শ্যামা Maa সম্মান 2023” এ কোন কোন বিভাগে পুরস্কার পেয়েছে কোন কোন পুজো –  

Winners list of “Lions শ্যামাMaa সম্মান 2023” –

1) Serar Sera – AMRA SOBAI ,Barasat

2) Shresthho Protima – TARU CHAYA, Barasat

3) Shresthho Protima – YOUNG RECREATION CLUB ,Madhyamgram

4) Shresthho Bhabna – PRATAP SANGHA ,Bose Nagar, Madhyamgram

5) Shresthho Bhabna – GIRISH PARK 5 STAR SPORTING CLUB ,Girish PARK

img 20231114 wa0019

6) Shresthho Bhabna – LALKUTHI NETAJI SANGHA ,Narayanpur

7) Shresthho Bhabna – TRIBHUBAN CLUB ,Sarsuna

8) Shresthho Bhabna – SABUJ SANGHA ,Batanagar

9) Shresthho Bhabna – SOUTH DUM DUM AVENUE SPORTING CLUB

10) Shresthho Poribesh ( Best Ambience ) – SOUTH DUM DUM MITRA SANGHA

11) Jury Award – REGIMENT ,Barasat

12) Jury Award – UDAYRAJPUR MEGHDOOT SHAKTI SANGHA, Madhyamgram

আরোও পড়ুন:মঙ্গলসূত্র-আংটি চললেও হিজাব নয়! নিয়োগ পরীক্ষার পোশাক বিধিতে শুরু নয়া বিতর্ক 

এই বিষয়ে আমরা কথা বলেছিলাম লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা সার্কুলারের প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষের সঙ্গে। তাঁর মতে – “চলতি বছর সেরা পুজোর মনোনয়নে ২০৯ টি রেজিস্ট্রেশন পেয়েছেন। তার মধ্যে ৭৭টি পরিদর্শন করেছেন। সেখান থেকেই বিভিন্ন বিভাগে বেছে নিয়েছেন বিভিন্ন পুজোকে। প্রত্যেকটি পুজোই সেরা। সেখান থেকে সেরার সেরা পুজো বেছে নেওয়াটাই ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।”  

img 20231114 wa0022

সেরা পুজো বাছাইয়ের বিষয়ে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা সার্কুলারের অন্যতম প্রধান কর্তা বিশ্বজিৎ ঘোষ ও চেয়ারম্যান অমল ব্যানার্জী জানান, “এরপর একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করার পর ১২টি পুজোকে প্রথম রাউন্ডের বিজেতা ঘোষণা করা হয়।  প্রত্যেকটি পুজোই প্রশংসার দাবিদার। ফলে সেরা পুজো বেছে নেওয়াটাই ছিল বিচারকদের কাছে খুবই কঠিন কাজ।”

সেরা পুজো বাছাইয়ের বিষয়ে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা সার্কুলারের অন্যতম প্রধান কর্তা বিশ্বজিৎ ঘোষ ও চেয়ারম্যান অমল ব্যানার্জী জানান, আগামী *২৫শে নভেম্বর ২০২৩ এ মহাজাতি সদনে* ” *Lions দশBhuja সম্মান 2023* ” ও ” *Lions শ্যামাMaa সম্মান 2023″* এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

img 20231114 wa0012

 *”Lions দশBhuja সম্মান 2023″ ও* ” *Lions শ্যামাMaa সম্মান 2023″* অনুষ্ঠানটিতে সহযোগিতা করার জন্য কমিটির পক্ষ থেকে অভিজিৎবাবু বিশেষ ধন্যবাদ জানান বিচারকমন্ডলীকে ,*বাংলাHunt ( বাংলার ১নং ডিজিটাল মিডিয়া )* , *বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি,* *ভিস্তা গ্রুপ,* *ট্রাভেল পয়েন্ট*, *সারা বাংলা দাবা সংস্থা* ও কমিটির সকল সদস্যবৃন্দকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর