বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) মাঠে নেমেছে। রোহিত শর্মা (Rohit Sharma) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই সিদ্ধান্ত যে একেবারে সঠিক সেটা নিজেই প্রথমে আগ্রাসী ব্যাটিং করে প্রমাণ করে দিয়েছেন। উল্টো দিকে বোলারদের নাম না দেখে সরাসরি আক্রমণটাই এবারও বিশ্বকাপের (2023 ODI World Cup) এই সেমিফাইনাল ম্যাচেও তিনি নিজের খেলার পন্থা হিসেবে বেছে নিয়েছেন।
এক নিঃস্বার্থ ব্যাটিং করতে গিয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এসেছেন রোহিত। অথচ তার কাছে সুযোগ ছিল বিশ্বকাপের সেমিফাইনালে একটি দুর্দান্ত হাফসেঞ্চুরি করার বা তার চেয়ে বেশি এগোনোর। কিন্তু পাওয়ার প্লে তে দলকে অনেকটা বেশি সুবিধা করে দেওয়ার চিন্তা করতে গিয়ে ২৯ বল খেলে ৪৭ রান করে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে সাউদির শিকার হন তিনি।
এর আগে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ছক্কা মানের রেকর্ড ছিল ক্রিস গেইলের। ক্যারিবিয়ান কিংবদন্তি মোট ৪৯ টি ছক্কা মেরেছেন নিজেদের ওডিআই বিশ্বকাপ কেরিয়ারে। কিন্তু আজ নিজের ছোট্ট ইনিংসের মধ্যে তিনটি ছক্কা মেরে রোহিত শর্মা তাকে টপকে গিয়েছেন।
এই মুহূর্তে রোহিত শর্মার নামের পাশে রয়েছে ৫১টি বিশ্বকাপ ছক্কা। তবে তিনি আরো একবার বড় ইনিংস হাতছাড়া করে তার ভক্তরা কিছুটা হতাশ। তবে রোহিত ড্রেসিং রুমে ফেরার আগে ভারতীয় দলকে ভালো জায়গায় রেখে গিয়েছেন।