বাংলা হান্ট ডেস্কঃ পার্থতে অনীহা জ্যোতিপ্ৰিয়র। এতদিনের সতীর্থের নাম শুনেই নাকি তেলেবেগুনে জ্বলে উঠছেন রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) পয়লা বাইশ ওয়ার্ডের ৭ নম্বর সেলে রাখা হয়েছে জ্যোতিপ্রিয় ওরফে বালুকে। ওই ওয়ার্ডেরই ১১ নম্বর সেলে রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে পড়শী পার্থকে দেখতেই চাননা বালু।
শুধু পার্থই নয়, এই ওয়ার্ডেই রয়েছে আরও দুই ‘হেভিওয়েট’ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও মানিক ভট্টাচার্য। তাদের সাথেও দেখা করতে চাননি পার্থ। কেন একই জায়গায় থেকে পরিচিতদের সঙ্গে দেখা করতে চাইছেন না জ্যোতিপ্ৰিয়? প্রসঙ্গত, ২৭ অক্টোবর রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্ৰিয়। তারপর শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন তিনি হাসপাতালে ছিলেন।
গত রবিবার রাতে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়েছে তাকে। তবে সূত্রের খবর, একই ওয়ার্ডে থাকলেও দলের বাকি তিন বিধায়কের সাথে দেখা করতে নারাজ জ্যোতিপ্ৰিয়। জেল সূত্রে খবর, জ্যোতিপ্ৰিয়কে পার্থ চট্টোপাধ্যায়, মানিক, জীবনদের সাথে দেখা করে কথা বলার প্রস্তাব দেওয়া হলেও সেই প্রস্তাব ফিরিয়েছেন নেতা।
আরও পড়ুন: ডিসেম্বরের TET নিয়ে বিরাট আপডেট! ঠিক কী জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ?
জেল সূত্রে খবর, রবিবার যখন জ্যোতিপ্ৰিয়কে পয়লা বাইশ ওয়ার্ডের ৭ নম্বর সেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তিনি বারংবার তাতে আপত্তি জানিয়েছেন।
মন্ত্রীকে নিজের সেলে নিয়ে যেতেই তিনি বলতে থাকেন, “আমি রাজ্যের মন্ত্রী, আমি এখানে থাকব না। আমার শরীর ভীষণভাবে অসুস্থ, আমাকে এসএসকেএম এ নিয়ে চলুন।”
মন্ত্রীর তর্জন-গর্জন দেখে কোনও উপায় না পেয়ে জেল কর্তৃপক্ষ তরফে তাকে শান্ত করার জন্য বলা হয়, পাশের সেলেই পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা রয়েছেন। তাদের সাথে একবার কথা বলে নিলে আপনার মন ভালো হয়ে যাবে। তবে জেল কর্তৃপক্ষের প্রস্তাব ফিরিয়ে দেন জ্যোতিপ্ৰিয়। জেলে মোবাইল ফোনের ব্যবহারের জন্য বারবার আবদার করেন জ্যোতিপ্রিয়। জেল আধিকারিকদের উপর প্রভাব খাটিয়ে নিজের আবদার মেটাতে একাধিকবার রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম নেন।
শুধু তাই নয়, প্রথম রাতে জেলে গিয়ে তিনি অনশনে বসার হুমকিও দেন বলে জেল কর্তৃপক্ষ সূত্রে খবর। যদিও রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের ‘প্রভাবশালী’ মন্ত্রী জোত্যিপ্ৰিয় মল্লিকের কোনও অনুরোধ ধোপে টেকেনি।