ভারতের জয়ের দিনে বিশ্বকাপে একটা বড় রেকর্ড ভেঙেছে সৌরভের! কে ভাঙলেন?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) হাড্ডাহাড্ডি ম্যাচে অসাধারণ জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালে পৌঁছানো ভারত এবার কাপ জয়ের ব্যাপারে আশাবাদী। কাল নিউজিল্যান্ডকে হারানোর পর থেকে মূলত দুটি নাম সকলের মুখে মুখে ঘুরছে আর সেই নাম দুটি হল মহাতারকা বিরাট কোহলি এবং ইতিহাস তৈরি করা মহম্মদ শামির।

কিন্তু তাদের দুজনের চেয়েও জয়ের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এক ক্রিকেটার আড়ালেই থেকে যাচ্ছেন। আর তার নাম হলো শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বিশ্বকাপের আগে বা বিশ্বকাপ চলাকালীন প্রাথমিকভাবে তার চূড়ান্ত সমালোচনা হয়েছিল। কিন্তু শেষ তিন চার ম্যাচে তিনি ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে নিজের নিন্দুকদের মুখ বন্ধ করিয়েছেন।

   

shreyas iyer

কাল ৭০ বল খেলে তিনি চারটি চার এবং আটটি ছক্কা মেরে ১০৫ রান করেছেন। একসময় সকলেই আশা করছিল ভারতীয় দল ৩০০ থেকে ৩৫০ রানের মধ্যে একটি টার্গেট নিউজিল্যান্ডের সামনে রাখবে। কিন্তু সেই টার্গেটটি ৩৯৮ হয়ে ওঠে শ্রেয়সের এই ইনিংসের কল্যাণে। পরবর্তীতে দেখা যায় এই ইনিংসটি ম্যাচে তফাৎ গড়ে দিয়েছে। সেই সঙ্গে রোহিত শর্মা, শুভমান গিল এবং লোকেশ রাহুলেরও এর জন্য কৃতিত্ব প্রাপ্য।

আরও পড়ুন: “আমি তো শুধু”, খলনায়ক থেকে নায়কে পরিণত হওয়া শামি বিস্ফোরণ ঘটালেন ম্যাচের সেরা হয়ে

তবে কাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) একটি বড় রেকর্ড ভেঙে দিয়ে সেই রেকর্ড নিজের নামে করে নিয়েছেন শ্রেয়স। ১৯৯৯ সালে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে ওই রেকর্ড করেছিলেন সৌরভ। তারপর ২৪ বছর সেই রেকর্ড অক্ষত থাকলেও অবশেষে ভারতের মাটিতে সেই বিশেষ রেকর্ডটি ভেঙে গেল।

আরও পড়ুন: ঝগড়া অতীত! সচিনের রেকর্ড ভাঙার পর বিরাট কোহলিকে কোন সম্মান দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টনটনে ১৮৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন সৌরভ। সেইদিন তিনি কোনও এক ভারতীয়র দ্বারা একটি বিশ্বকাপের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন। ঐদিন সাতটি ছক্কা মেরেছিলেন সৌরভ। কাল আটটি ছক্কা মেরে প্রাক্তন ভারত অধিনায়কের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন শ্রেয়স।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর