বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ কলকাতার ইডেন গার্ডেন্সে চলতি বিশ্বকাপের (2023 ODI World Cup) দ্বিতীয় সেমিফাইনাল আয়োজিত হচ্ছে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত কিছুটা যেন বুমেরাং হয়ে গেল প্রোটিয়া শিবিরের জন্য। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডদের উঠে বোলিং এর সামনে ২১২ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে একক ভাবে প্রতিরোধ গড়ে তুলে সকলের মন জিতে নিয়েছেন ডেভিড মিলার (David Miller)।
আজ নতুন বল হাতে মেঘলা আবহাওয়ার সুবিধা নিয়ে ঝড় তুলেছিলেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। আফ্রিকার দুর্দান্ত ব্যাটিং লাইনআপ আজ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এই দুজনের দাপটের সামনে। প্রথম ১২ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু তারপর প্রতিরোধ গড়ে তোলেন ক্লাসেন এবং মিলার।
আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা ক্লাসেনকে (৪৭) ড্রেসিংরুমে ফেরান ট্র্যাভিস হেড। পরপর দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে আরও কিছুটা এগিয়ে দেন তিনি ম্যাচে। কিন্তু উল্টোদিক থেকে মিলারকে হার মানানো যাচ্ছিল না। এই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীদের দৌড়ে আপাতত দ্বিতীয় স্থানে থাকা অ্যাডাম জাম্পাকে নিয়ে তিনি ছেলেখেলা করেন।
আরও পড়ুন: সৌরভ, সচিনকে ছুঁলেন শামি! ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা
শেষপর্যন্ত ১১৬ বলে আটটি চার এবং পাঁচটি ছক্কা সহ ১০১ রানের একটি অসাধারণ ইনিংস খেলে কামিন্সের শিকার হন মিলার। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে তিনটি উইকেট অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্সও। অস্ট্রেলিয়ার পেসারদের পারফরম্যান্স আজ ছিল দেখার মতো।