ইডেনে জমজমাট সেমিফাইনাল! সৌরভের ঘরের মাঠেই সৌরভের রেকর্ড ছুঁলেন মিলার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে আয়োজিত হয়েছে চলতি বিশ্বকাপের (2023 ODI World Cup) দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া (South Africa vs Australia)। প্রথম ইনিংসে ফাস্ট বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে প্রোটিয়া শিবিরকে ২১১ রানের মধ্যে বেঁধে ফেলেছে অস্ট্রেলিয়া। কিন্তু অসাধারণ শতরান করে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) ঘরের মাঠে তার একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তারকা দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার (David Miller)।

আজ যখন একের পর এক সঙ্গী ড্রেসিংরুমে ফিরছেন, তখন ক্লাসেনকে সঙ্গে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ৯৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মিলার। ক্লাসেন বেশিক্ষণ না টিকলেও মিলার ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। ১১৬ বলে ১০১ রানের একটি অসাধারণ ইনিংস খেলে দলকে ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন তিনি।

চলতি বিশ্বকাপে তিনি বেশি ব্যাটিং করার সুযোগ পাননি। দলের টপ অর্ডার এতটাই ভালো ছন্দে ছিল যে তারাই বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচ জিতিয়ে যাচ্ছিল দলকে। শুধুমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিগ পর্যায়ের ম্যাচে তিনি একটি অর্ধশতরান করেছিলেন তবে আজ দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠলেন এবং অসাধারণ শতরান করলেন।

miller

আরও পড়ুন: সচিনের মেয়ের সামনে সচিনের কীর্তিতে ভাগ বসালেন গিল! তবে পায়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য

চলতি শতকে এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে কেবলমাত্র একজন বাঁ হাতি ব্যাটার শতরান পেয়েছিলেন। ২০০৩ সালে একাধিক অঘটন ঘটানো কেনিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর কেটে গিয়েছে আরও চারটে বিশ্বকাপ। কিন্তু বাঁ-হাতি ক্রিকেটার বিশ্বকাপের সেমিফাইনালে সৌরভের কীর্তির পুনরাবৃত্তি ঘটাতে পারেনি।

আরও পড়ুন: ঝগড়া অতীত! সচিনের রেকর্ড ভাঙার পর বিরাট কোহলিকে কোন সম্মান দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

তবে আজ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সেই কাজটা করে দেখালেন ডেভিড মিলার। তবে তাতে হয়তো খুব একটা লাভ হবে না দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়া রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করেছে। ওয়ার্নার সপ্তম ওভারে ফিরলেও তার আগে স্কোরবোর্ডে ৬০ রান উঠে গিয়েছিল। তবে একটি উইকেট যাওয়ার পরের ওভার এই রাবার বলে দুরন্ত ক্যাচের ড্রেসিংরুমে ফিরিয়েছেন রাসি ভ্যান ডার ডুসেন। তবে দুই উইকেট হারালেও এই ম্যাচে এখনো অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর