বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে দুর্যোগের ডঙ্কা বাজছে। সাগরে ফুঁসতে থাকা নিম্নচাপ গতকালই গভীর নিম্নচাপে (Low Pressure) পরিণত হয়েছে। যার জেরে শুক্র ও শনিবার বজ্র বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অতি গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক খেয়ে শুক্রবার সকালে ওড়িশা উপকূল বরাবর উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরের কাছে পৌঁছাবে।
আগামীকাল ১৮ নভেম্বর বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছাবে৷ শনিবার ভোররাতে বাংলাদেশের স্থলভাগে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ২১ নভেম্বরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে।
গভীর নিম্নচাপের (Low Pressure) দরুন ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের তিন জেলাকে সতর্ক করেছে নবান্ন। নবান্নের (Nabanna) তরফে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। এই তিন জেলাকে দুর্যোগ মোকাবিলায় সমস্তরকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ! শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এবার ময়দানে নামবে কলকাতা হাইকোর্ট
এই নিম্নচাপ পরে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে।
কলকাতা -সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির হতে পারে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায়। হলুদ সতর্কতা জারি রয়েছে। বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলাতেও।