বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১৯৮৩ বিশ্বকাপে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছিল ভারতীয় দলের (Indian Cricket Team)। নেতৃত্বে সেবার অপ্রত্যাশিতভাবে হলেও বিশ্বজয় করেছিল ভারত। এরপর ছিল ২৮ বছরের অপেক্ষা। মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বে ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে পৌঁছালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) হেরে বিফল মনোরথ হয়েছিলেন ভারতীয় ভক্তরা। ২০১১ সালের অবশেষে খরা কেটে যায় এবং মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে বিশ্বকাপ জয় করে ভারত। ২০২৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে সেই একই ঘটনার পুনরাবৃত্তি কি এই বিশ্বকাপে (2023 ODI World Cup) ঘটা সম্ভব?
সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে আর ৩০ থেকে ৩৫ ঘন্টার মধ্যেই। ফের একবার ভারতের মাটিতে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। ১৩ তম বিশ্বকাপের ফাইনালটিকে স্মরণীয় করে রাখতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। জন্য নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে একটি বিশেষ মুহূর্ত তৈরি করতে চাইছে তারা আগামীকাল।
১৯৭৫ সাল থেকে ২০১৯ সাল অবধি যে যে অধিনায়করা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তাদের প্রত্যেককে কাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির করতে চাইছে আইসিসি। এই তালিকায় যেমন রয়েছে ১৯৭৫ সালের ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড, ঠিক তেমনভাবেই উপস্থিত থাকবেন ২০১১ ও ১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপ জেতার দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেব। প্রিয় প্রত্যেকেই উপস্থিত থাকতে পারবেন কিনা সেই বিষয়ে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
আরও পড়ুন: ঝগড়া অতীত! সচিনের রেকর্ড ভাঙার পর বিরাট কোহলিকে কোন সম্মান দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
এই বিষয়টি জানতে পেরে অত্যন্ত আফসোস হচ্ছে বাংলার ক্রিকেটপ্রেমীদের। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে ফলাফল যদি ভারতের পক্ষে হতো তাহলে এই তালিকায় থাকতে পারতেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বঞ্চিত হতে হতো না কারণ ২০০৭ বিশ্বকাপ ফাইনাল অস্ট্রেলিয়া রিকি পন্টিংয়ের নেতৃত্বেই জিতেছিল। কিন্তু ২০০৩ সালের সেই ফাইনালে পন্টিং এর ব্যাটিং সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দলের স্বপ্নভঙ্গ ঘটিয়েছিল।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ৪৫০, ভারত ৬৫! আহমেদাবাদে রোহিত শর্মাদের ধ্বংস করে দেওয়ার হুমকি অজি তারকার
আরেকজন বিশ্বজয়ী অধিনায়ক যিনি চাইলেও এই শেষ মুহূর্তে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবেন না তিনি হলেন ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান। রাজনৈতিক কারণে তিনি এখন গড়াদের ওপারে থাকায় তার নাম এই তালিকার বাইরে রাখা হয়েছে।