অস্ট্রেলিয়ার এই ব্যাটারের পরিসংখ্যান দেখে মাথায় হাত রোহিতের! একাই ঘুরিয়ে দেবেন ম্যাচ?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কাউকে আর আলাদা করে বলার প্রয়োজন নেই যে আজকেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে চলতি ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ফাইনাল। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ম্যাচের আনন্দ উপভোগ করার জন্য গোটা ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। রোহিত শর্মা (Rohit Sharma), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) সমৃদ্ধ ভারতীয় দল (Indian Cricket Team) ঘরের মাঠে বাজি মারবে নাকি আয়োজকদের বিশ্বকাপ জয়ের ধারা ভেঙে ডেভিড ওয়ার্নার (David Warner), প্যাট কামিন্স সমৃদ্ধ অস্ট্রেলিয়া নতুন ইতিহাস লিখবে সেই প্রশ্নের উত্তর আর কয়েক ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে।

অস্ট্রেলিয়ার মূল শক্তি:
টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার মূল শক্তি হয়ে দাঁড়িয়েছে তাদের টপ অর্ডার। ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শরা যেদিন ব্যাট হাতে জ্বলে উঠছেন সেদিন প্রতিপক্ষ দাঁড়াতে পারছে না তাদের সামনে। আমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে মিডল অর্ডার অত্যন্ত বিপাকে পড়েছিল। কিন্তু ওপেনাররা শুরুতে এতটাই এগিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে, যে তাদের জয় পেতে অসুবিধা হয়নি খুব একটা।

bumrah rohit kohli

ভারতের পাল্টা আঘাতের সুযোগ:
তবে ভারতীয় দল নতুন বল হাতে পাবে যশপ্রীত বুমরার সার্ভিস। সেমিফাইনাল বাদে প্রায় প্রতিটি ম্যাচের নতুন বল হাতে তিনি ভারতকে উইকেট তুলে দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিগ পর্যায়ের ম্যাচেও তিনি মার্শকে আউট করে সফলতা দিয়েছিলেন। তিনি যদি অস্ট্রেলিয়ার টপ অর্ডার কে শুরুতেই চাপে ফেলে দিতে পারেন তাহলে রান তাড়া করতে গিয়ে হোক বা বড় কোন টার্গেট সেট করার লক্ষ্যমাত্রা নিয়ে নামা অস্ট্রেলিয়া হোক, তারা বিপাকে পড়ে যাবে।

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে বড় সুযোগ কোহলির সামনে! সৌরভকে ছুঁয়েই নেবেন ২০০৩-এর বদলা?

ভারতের সমস্যার জায়গা:
কিন্তু বুমরাকে আটকানোর একটি রাস্তা অস্ট্রেলিয়ার হাতে রয়েছে। আর সেই উপায় হল ডেভিড ওয়ার্নার। ওডিআই ফরম্যাটে মোট ১৪ টি ইনিংসে বুমরার বিরুদ্ধে মাঠে নেমেছেন আগ্রাসী অজি ওপেনার। কিন্তু কোনওবার তাকে ড্রেসিংরুমে ফেরাতে পারেননি ভারতের তারকা ফাস্ট বোলার। বুমরার ১৩০ টি ডেলিভারির মোকাবিলা করে মোট ১১৭ রান করেছেন ওয়ার্নার।

warner wc

আরও পড়ুন: কাকে সুবিধা দেবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ? কামিন্স ও রোহিত দুজনেই পেলেন খারাপ খবর;

ভারতের পাল্টা আক্রমণ:
তবে বুমরা এই কাজ না করতে পারলে অস্ট্রেলিয়া যে অনেকটা স্বস্তি পেয়ে যাবে তা নয়। কোনওরকমে যদি সিরাজ বা বুমরা খুব একটা প্রভাব না ফেলতে পারেন তাহলে দ্রুতই আক্রমণে শামিকে নিয়ে আসবেন অধিনায়ক রোহিত। এই টুর্নামেন্টে তার সাফল্য দেখে যে কোনও ব্যাটিং অর্ডার আতঙ্কিত হতে বাধ্য।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর