বাংলা হান্ট ডেস্ক : এবার ঢাকা (Dhaka) থেকে কলকাতা (Kolkata) সফর আরও আকর্ষনীয় হতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ঢাকা-কলকাতা লাক্সারি ক্রুজ সার্ভিস (Cruise Service)। এবার থেকে পর্যটকরা ঢাকা থেকে কলকাতার পথ পার করবেন সুন্দরবন ছুঁয়ে। বাংলাদেশের যারা এই নৌ ভ্রমণের আয়োজন করেছেন তারা জানিয়েছেন, এই উদ্যোগ বাংলাদেশের পর্যটন ব্যবস্থাকে নয়া দিশা দেখাবে।
কবে থেকে শুরু হবে যাত্রা ?
আগামী ২৯ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে যাত্রা শুরু হবে বলে খবর। সকাল ১০ টায় যাত্রা শুরু হওয়ার পর হাসনাবাদের কার্নিভাল ক্রুজ ফেরীঘাট ব্রীজের নীচ থেকে এই যাত্রা শুরু হবে। জাহাজটি কলকাতায় পুলিশ জেটি ঘাটে এসে পৌঁছাবে আগামী ১ ডিসেম্বর। এরপর জাহাজটি ঢাকা উদ্দেশ্যে যাত্রা করবে ৪ ডিসেম্বর সকাল ১০টায়। এবং এই জেটি ঢাকা পৌঁছাবে ৬ ডিসেম্বর সকাল ১০টা নাগাদ।
জেটির ভাড়া কত?
প্রথমেই বলি, শিপিং লাইন্স এবং ব্যাকপ্যাকওয়ালা নামক দুই সংস্থা এই ভ্রমণ পরিচালনা করছে। সংস্থাটি জানিয়েছে, সীমিত সময়ের জন্য ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ভাড়ার কথা বললে, একজনের জন্য ভাড়া বাবদ দিতে হবে ৬ হাজার টাকা, যেখানে দুজনের ভাড়া পড়বে ১০,২০০ টাকা। অন্যদিকে সিঙ্গেল কেবিন নিতে গেলে খরচ পড়বে ১২ হাজার টাকা। যেখানে ডবল কেবিনের জন্য ভাড়া ধার্য করা হয়েছে ২০,৪০০ টাকা ভাড়া।
আরও পড়ুন : বিমানের থেকে বেশি ভাড়া ট্রেনের! সুবিধা এক্সপ্রেসের খরচ দেখে কেন্দ্রকে তোপ মমতার
এছাড়াও এই জেটিতে রয়েছে ফ্যামিলি কেবিন (২ জনের), যার ভাড়া প্রায় ২৫,২০০ টাকা। ভিআইপি কেবিনের (২ জনের) ভাড়া প্রায় ৩০ হাজার টাকা এবং প্রিমিয়াম ভিআইপি কেবিনে ২ জনের জন্য ৫০,৪০০ টাকা খরচ হবে। ব্যাকপ্যাকওয়ালা নামের এই সংস্থা জানিয়েছে ফ্যামিলি কেবিনের প্যাকেজে ২ জন শিশুর টিকিট ফ্রী থাকবে। তবে এদের বয়স ১০ বছরের নীচে হতে হবে। জানিয়ে রাখি, টাকার হিসাব সবটাই বাংলাদেশি মুদ্রায়।
আরও পড়ুন : Jio-Airtel এর মাথায় হাত! সস্তার প্ল্যান এনে বাজার কাঁপাচ্ছে BSNL, এক্ষুনি দেখে নিন
ভাড়া ছাড়াও অন্যান্য খরচ
খাওয়া দাওয়ার জন্য জেটিতে দুটি ক্যান্টিন থাকবে। সেখান থেকে নিজেদের পছন্দমত খাবার কিনে নিতে পারবেন। এছাড়াও থাকবে ৫০০ টাকায় তিনবেলা বাফেট খাবারের ব্যবস্থা। এক একজন যাত্রী ৪০ কেজি মাল সঙ্গে নিতে পারবেন। এর চেয়ে বেশি হলে কেজি প্রতি ১০০ টাকা একস্ট্রা চার্জ বসবে।
কোন রুটে আসবে এই জেটি?
ঢাকা-কলকাতা রুটের এই জেটি ঢাকা থেকে চাঁদপুর, বরিশাল , ঝালকাঠী, মোরেলগঞ্জ, মংলা (সুন্দরবন), আংটিহারা, হেমনগর, বালি (সুন্দরবন), ভগবতপুর, নামখানা, ডায়মন্ডহারবার হয়ে কলকাতায় পৌঁছাবে এই জাহাজ। টিকিট বুক করার জন্য +8801842032426, +8801886032424 নম্বর দুটিতে ফোন করতে হবে। পাশাপাশি 8801842032426 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও তথ্য গ্রহণ করতে পারেন।