বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক কালে দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। অত্যাধুনিক এই সেমি-হাই স্পিড ট্রেন ইতিমধ্যেই যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি এই ট্রেনকে ঘিরে রেলের (Indian Railways) সুদূরপ্রসারী পরিকল্পনাও রয়েছে। শুধু তাই নয়, শীঘ্রই আসতে চলেছে বন্দে ভারতের স্লিপার সংস্করণও।
এদিকে, বন্দে ভারতের স্লিপার ভার্সন তৈরি করার জন্য প্রাথমিকভাবে বরাত দেওয়া হয়েছিল রেল বিকাশ নিকম লিমিটেড ও ট্রান্সমাস হোল্ডিংয়ের যৌথ সংস্থাকে। যদিও, সেক্ষেত্রে সংস্থার অংশীদারিত্ব নিয়ে বিরোধ তৈরি হওয়ায় ট্রেনের নকশা এবং পরিকল্পনার কাজে বাধা পড়ে যায়। পরবর্তীকালে বন্দে ভারতের স্লিপার রেক তৈরির জন্য বেছে নেওয়া হয় বেঙ্গালুরুর সংস্থা বিইএমএল ও এ রাজ্যের বেসরকারি সংস্থা টিটাগড় ওয়াগনস-কে।
এমতাবস্থায় প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরির সাহায্যে এই স্লিপার ক্লাস রেক তৈরি করবে ভারত আর্থ মুভার্স লিমিটেড। শুধু তাই নয়, সমস্ত কাজ পরিকল্পনামাফিক এগোলে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন ২০২৪ সালের মার্চের মধ্যে তৈরি হয়ে যাবে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে ভারত আর্থ মুভার্স লিমিটেডের চিফ ম্যানেজিং ডিরেক্টর শান্তনু রায় বলেছেন, একদম প্রথম পর্বে তাঁরা এই ট্রেনের ১০ টি রেক তৈরি করবেন।
আরও পড়ুন: কেউ নিচ্ছে না ছোট ১ টাকার কয়েন? এখনই সতর্ক না হলে পড়বেন বিপদে, বড় আপডেট RBI-এর
পাশাপাশি, কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দূরপাল্লার রুটে সফরের ক্ষেত্রে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের জন্য ভারত আর্থ মুভার্স লিমিটেড ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি রেক তৈরি করছে। যেগুলি আগামী বছরের মেয়ে কিংবা জুন মাস নাগাদ কলকাতায় এসে পৌঁছবে।
আরও পড়ুন: পান থেকে চুন খসলেই হবে ধামাকা! শত্রুদেশের ঘুম ওড়াতে রাশিয়ার কাছ থেকে মোক্ষম অস্ত্র কিনছে ভারত
এদিকে, বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রসঙ্গে আরও জানা গিয়েছে যে, এই ট্রেনে মোট ১৬ টি কোচ থাকবে। যেগুলির মধ্যে একটি এসি প্রথম শ্রেণির কোচ, চারটি এসি টু’টিয়ার কোচ এবং বাকিগুলির ক্ষেত্রে এসি থ্রি’টিয়ার কোচ থাকবে। পাশাপাশি এই ট্রেনের মোট আসন সংখ্যা হল ৮২৩। এছাড়াও ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।