গায়ে হাত না! মারমুখী ব্রাজিল পুলিশের লাঠি থেকে আর্জেন্টিনা ভক্তদের বাঁচাতে মার্টিনেজের ভূমিকায় মুগ্ধ বিশ্ব

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ জয়ের পর গত ম্যাচে দীর্ঘদিন পরে হারের মুখ দেখতে হয়েছিল বিশ্বজয়ী। মার্সেলো বিয়েলসার উরুগুয়ের বিরুদ্ধে ২-০ ফলে হারতে হয়েছিল লিওনেল স্কালোনির ছেলেদের। কিন্তু তারপর সুপার ক্লাসিকো-তে সেই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালো লিওনেল মেসি (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। অপরদিকে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে (World Cup Qualifiers) প্রবল চাপে ব্রাজিল (Brazil)। চোট আঘাতে জর্জরিত সাম্বা ব্রিগেড এইদিন মুখোমুখি হয়েছিল রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচে দ্বিতীয়ার্ধে হওয়া একমাত্র গোলে এমি মার্টিনেজদের (Emi Martinez) আর্জেন্টিনার কাছে ০-১ ফলে হার মানতে বাধ্য হয়।

arg goal

এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল:
এদিনের ম্যাচটা দুই দলের কাছেই একটা অত্যন্ত কঠিন ম্যাচ ছিল! হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা কেউই তাদের স্বাভাবিক খেলাটা খেলতে সক্ষম হয়নি। এদিনের ম্যাচে ব্রাজিল ২৬ টা ফাউল করে ৩ টা হলুদ কার্ড পাওয়ার পাশাপাশি ১ টা লাল কার্ডও দেখেছে। এই ঘটনা একেবারেই ব্রাজিলের ফুটবল সুলভ নয়। আর্জেন্টিনা জবাবে ১৬ টা ফাউল করলেও তারা কোনও কার্ড দেখে নি। শেষ পর্যন্ত সিনিয়র ডিফেন্ডার ওটামেন্ডির গোলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি লাতিন আমেরিকার যোগ্যতাঅর্জন পর্বে পয়েন্টস টেবিলের শীর্ষে থেকেই ২০২৩ ফিফা উইন্ডো শেষ করলো। অপরদিকে ব্রাজিলের আমেরিকা বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়াটাই তাদের কাছে এখন ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নের চেয়েও বেশি কাঙ্খিত। আপাতত পয়েন্টস টেবিলে ৬ নম্বরে রয়েছে তারা।

স্টেডিয়ামে চূড়ান্ত সংঘর্ষ:
এদিন ম্যাচ শুরুর আগে গ্যালারিতে শুরু হয়েছিল তুমুল সংঘর্ষ। আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজানোর সময় ব্যাঙ্গ করে দুয়োধ্বনি দিয়েছে ব্রাজিল সমর্থকরা। সেই থেকে ঝগড়ার সুত্রপাত।ব্রাজিলিয়ান পুলিশ এসে আর্জেন্টিনার সমর্থকদের লাঠিপেটা শুরু করে। মেসি তার দল নিয়ে বিবাদ মিমাংসার জন্য করেও ব্যর্থ হন। ক্ষোভে পুরো আর্জেন্টিনা দল মাঠ ত্যাগ করেন। ৩০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা শুরু।

আরও পড়ুন: লড়াই করার চেষ্টা করেও ব্যর্থ! সুনীলের ভারতকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে উড়িয়েই দিলো কাতার

ব্রাজিল পুলিশ বনাম এমি মার্টিনেজ:
এইদিন গ্যালারিতে যখন ব্রাজিলের পুলিশ সঙ্গত কারণেই লাঠিচার্জ করছে আর্জেন্টিনার সমর্থকদের, তখন মাঠে খেলা শুরু না করে গ্যালারির দিকে ছুটে গেলো এমি মার্টিনেজ, লিও মেসি সহ গোটা আর্জেন্টিনার বেঞ্চ। এমি মার্টিনেজ নিজের দেশের মানুষকে বাঁচাতে ফেন্সিং টপকে গ্যালারির পুলিশের সাথে হাতাহাতিতে জড়ালেন। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাইনাল হয়েছে। বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের সাহসিকতা দেখে সকলেই অবাক হয়েছেন এবং তাদের সমর্থকরা কুর্নিশ জানাচ্ছেন তারকাকে।

মেসির প্রতিবাদ:
ব্রাজিল পুলিশের দ্বারা আর্জেন্টিনা সমর্থকদের ব্যবস্থা করার ঘটনার তীব্র নিন্দা করেছেন আর্জেন্টিনায়ক লিওনেল মেসি। তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, “আমরা দেখলাম তারা আমাদের আমাদের সমর্থকদের লাঠিচার্জ করতেছে। এটা আগেও কোপা লিবার্তাদোরেস এর ফাইনালেও হয়েছে। আমরা ম্যাচেই ফোকাসড ছিলাম, তবে এই কাহিনী দেখার পর আমাদের এগোতেই হয়েছে। আমরা অনেক কিছু জিতেছি, তবে এই জয়ের পেছনে যাদের সমর্থন আছে, তারা আমাদের পরিবারের মত। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবার।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর