এক রিচার্জে সারা বছরের টেনশন থেকে মুক্তি! ঝটপট দেখে নিন Jio-Airtel এর এই দুটি সেরা প্ল্যান

বাংলা হান্ট ডেস্ক : একটা সময় ছিল যখন গোটা ভারত জুড়ে এয়ারটেলের (Bharti Airtel) একচ্ছত্র আধিপত্য ছিল। তবে জিও (Jio) আসার পর সেই আধিপত্যে ভাগ পড়ে খানিকটা। দীর্ঘদিন কেবল জিও-রই রাজত্ব চলে বাজারে। তবে এখন ফোঁস করে উঠেছে ভারতী এয়ারটেল-ও। যত সময় এগিয়ে চলেছে ততই যেন কাঁটায় কাঁটায় টক্করের মাত্রা বেড়েই চলেছে এই দুই সংস্থার মধ্যে।

Jio has come up with great plans for customers

যদিও হালফিলের সময়ে রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়ায় বেশ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে যাদের খুব বেশি ইন্টারনেটের প্রয়োজন নেই, কেবল কলিং-র জন্য রিচার্জ করাতে হয় তাদের ক্ষেত্রে প্রতিমাসে তিন চারশো টাকা দিয়ে রিচার্জ করা বেশ সমস্যার বিষয়‌। আর তাই জিও এবং এয়ারটেল এনেছে কিছু সাশ্রয়ী মূল্যের বার্ষিক প্ল্যান। যাতে খরচও কমবে আর কথা বলারও কোনও সমস্যা থাকবেনা।

আরও পড়ুন : আরও বড় ঝটকা খেলঅনুরাগের ছোঁয়া’, TRP List-এ বড় চমক! পয়লা নম্বরে জি বাংলার এই মেগা

Airtel-র প্রিপেইড প্ল্যান

আপনি যদি এয়ারটেলের গ্রাহক হন তাহলে ১,৭৯৯ টাকার রিচার্জটি করতে পারেন। প্রাথমিকভাবে এই প্ল্যানটি ব্যয়বহুল মনে হলেও আসলে এটি অনেকটাই সাশ্রয়ী। এর মাসিক খরচ ১৫০ টাকারও কম। এতে আপনি পেয়ে যাবেন ৩৬৫ দিনের বৈধতা এবং আনলিমিটেড কলের সুবিধা। পাশাপাশি এতে রয়েছে ৩৬০০ এসএমএস-এর সুবিধা ও ২৪ জিবি ডেটা। পাশাপাশি উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হয়ে গড়েছিলেন নজির, প্রয়াত হলেন ফতিমা বিবি

jio airtel

Jio-র প্রিপেইড প্ল্যান

জিও-র কথা বললে, সংস্থাটির রিচার্জ প্ল্যানে রয়েছে ১,৫৫৯ টাকার একটি সস্তা বার্ষিক প্রিপেইড প্ল্যান। এতে গ্রাহকরা অনেক সুবিধা পায়। মোট ৩৩৬ দিনের বৈধতা সহ এতে পেয়ে যাবেন ২৪ জিবি ডেটা। পাশাপাশি ৩৬০০ এসএমএস। তবে আপনার ফোন যদি 5G ইন্টারনেটের অ্যাক্সেস দেয় তাহলে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধাও রয়েছে এতে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর