ভোট বাড়াতে বাংলাদেশিদের ভোটার কার্ড বিলি করবে তৃণমূল, নেত্রীর মন্তব্যে তোলপাড় রাজ্যজুড়ে

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। শাসক থেকে বিরোধী, ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সকলের নজরেই ভোটব্যাঙ্ক। আর এবার সেই ভোটব্যাঙ্ক ভরাতেই তৃণমূল নেত্রীর (Trinamool Congress Leader) ‘চাঞ্চল্যকর’ নিদান। ভরা সভায় দাঁড়িয়ে বাংলাদেশিদের (Bangladesi Infiltrators) এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলার জন্য দুহাত তুলে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই এক নেত্রী।

খোলামকুচি ভোটার কার্ড!

ওপার বাংলা অর্থাৎ অন্য দেশের যেসব বাংলাদেশি নাগরিক বাংলায় বাস করে তাদের এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলার জন্য ডাক দিয়ে ঘোর বিতর্কে বারাসাত (Barasat) সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান রত্না বিশ্বাস। শাসকদলের-নেত্রীর কথা শুনে রীতিমতো মাথায় হাত।

আরও পড়ুন: ‘২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিই?’, চরম হুঁশিয়ারি হাইকোর্টের প্রধান বিচারপতির, কারণ কী?

ঠিক কী বলেছেন তিনি?

এদিন মঞ্চে দাঁড়িয়ে রত্না বিশ্বাস বলেন, ‘এখানে অনেক বাংলাদেশি আছেন, অনেক বাংলাদেশি বসবাস করেন। আর মাত্র ৩ মাস, তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। ভোটার লিস্টে নাম সংশোধন প্রক্রিয়া চলছে। কেউ যেন না বাদ পরে সেদিকে নজর দিতে হবে। যদি আপনাদের ভোটার তালিকায় নাম তুলতে কোনও অসুবিধা হয় তাহলে জাকিরদার অফিসে গিয়ে যোগাযোগ করুন।’

ভোটব্যাঙ্ক ভারী করতে এবার বাংলাদেশিদেরও বৈধতা?

তৃণমূল নেত্রীর এই মারাত্মক মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। তাহলে কী ভোটব্যাঙ্ক ভারী করতে এবার বাংলাদেশিদেরও বৈধতা দেবে শাসকদল? অন্য দেশের মানুষদেরও ভোটার কার্ড দেবে তৃণমূল সরকার? আগেই অভিযোগ উঠেছিল বিরোধীদের তরফে। আর এবার খোলামেলা তৃণমূল নেত্রী নিজেই তা স্বীকার করে নিলেন।

tmc flag

‘একটি ভোটও নষ্ট করতে চাই না আমরা’

যদিও ঠিক কেন এই কথা বলেছেন সেটাও নিজেই জানিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘একটি ভোটও নষ্ট করতে চাই না আমরা’। অর্থাৎ তিনি স্পষ্টই বলতে চাইছেন ভোটব্যাঙ্ক ভরানোর জন্য এবার বাংলাদেশিদেরও বৈধতা দেওয়া হবে। শুক্রবার রত্না বিশ্বাসের মন্তব্য ভাইরাল হতেই চড়ছে রাজনীতির পারদ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর